/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/10/1595441514_1594530325_sourav-ganguly_copy_759x422.jpg)
অতিমারীর কারণে একসময় আইপিএল আয়োজন করাই দুষ্কর হয়ে পড়েছিল। তবে বোর্ড সভাপতির নাম যখন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়, তখন সমস্যা যে শীঘ্রই মিটতে চলেছে। তা আগেই বোঝা গিয়েছিল। কোভিড সময়ে আইপিএলের এই আকাশছোঁয়া সাফল্যের পিছনে সৌরভের অবদান কম নয়।
আইপিএল শুরু হওয়ার পরই ব্যবস্থাপনা খতিয়ে দেখতে মহারাজ পাড়ি দিয়েছিলেন দুবাইয়ে। আইপিএলের শুরু থেকেই হাজির ছিলেন তিনি। তবে সম্প্রতি দেশে ফিরে এসেছেন তিনি। দেশ থেকেই বোর্ডের এপেক্স কাউন্সিলের বৈঠকে যোগ দিয়েছিলেন।
আরো পড়ুন: মোহনবাগান বাদ, শুধুই এটিকে! সৌরভের পোস্টে চরম ক্ষুব্ধ বাগান সমর্থকরা
কেন তিনি হঠাৎ আইপিএলের মাঝেই দেশে ফিরে পড়লেন? শুধু আইপিএল নয়, মহারাজের সদম্ভ উপস্থিতি থাকবে এবার আইএসএলেও। ইন্ডিয়ান সুপার লিগ প্রমোট করার জন্যই দেশে ফিরে এসেছেন তিনি।
View this post on InstagramHero ISL ...starts November #atkmohunbagan
A post shared by SOURAV GANGULY (@souravganguly) on
করোনা অতিমারীর কারণে আইএসএল এবার পুরোটাই ক্লোজড ডোরে হবে। গোয়ায় চারটে ভেন্যুতে খেলা হবে কোনোরকম দর্শকের উপস্থিতি ছাড়াই। সুপার লিগ শুরু হচ্ছে নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে। চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত।
আইএসএলে এবার এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে প্রথমবার খেলতে নামবে মোহনবাগান। দুই দলই গতবার দুই লিগের চ্যাম্পিয়ন। এটিকে আইএসএল জিতেছে তৃতীয়বার। মোহনবাগান আবার চ্যাম্পিয়ন আইলিগের। এটিকে-মোহনবাগান ফ্র্যাঞ্চাইজির অন্যতম অংশীদার তিনি। ফ্র্যাঞ্চাইজির অন্যতম বোর্ড অফ ডিরেক্টর পদেও রয়েছেন তিনি।
সম্প্রতি সৌরভকে দেখা গিয়েছে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি আপলোড করেছেন। মঙ্গলবারই আইএসএলের প্রমোশনাল ভিডিওর স্থিরচিত্র নিজের ইনস্টাগ্রাম ওয়ালে শেয়ার করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে মহারাজ ডিপ ব্লু টি শার্ট এবং ডেনিম জিন্স পড়ে পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। হাতে ফুটবল। এমন ছবি পোস্ট করেই সৌরভ ক্যাপশনে লিখেছিলেন, “হিরো আইএসএল শুরু হচ্ছে নভেম্বরে।” হ্যাশট্যাগে 'এটিকেমোহনবাগান' শব্দবন্ধনীও জুড়ে দেন তিনি।
ফুটবল হোক বা ক্রিকেট- যে কোনো খেলাতেই সৌরভ যে সত্যি মহারাজ তা প্রমাণিত আইপিএল, আইএসএলে দাদাগিরি দেখে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন