Sourav Ganguly, Buddhadeb Bhattacharya demise: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোক প্রকাশ করলেন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেটের প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভালবাসাকে কেন্দ্র করে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তাঁর দৃঢ় বন্ধনের কথাও সৌরভ স্মরণ করেছেন। বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার প্রেক্ষিতে মুম্বইয়ে সাক্ষাৎকার দিয়েছেন সৌরভ। সেখানেই তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা তুলে ধরেছেন।
এক নিউজ ওয়েবসাইটকে সৌরভ বলেছেন যে তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের ছেলের মতই ছিলেন। সৌরভের কথায়, 'উনি আমাকে ছেলের মতই ভালোবাসতেন। আমি হয়তো তার বাড়িতে নিয়মিত যেতাম না। কিন্তু, যোগাযোগ রাখতাম। একবার এক অনুষ্ঠানে বুদ্ধবাবু অশোক ভট্টাচার্যকে (শিলিগুড়ির প্রাক্তন মেয়র এবং সিপিআই-এম নেতা) ডেকেছিলেন এবং তাঁকে আমার সঙ্গে যোগাযোগ রাখতে বলেছিলেন। বলেছিলেন যে, ও আমার সবচেয়ে কাছের ছেলে। আমরা মাসে এক বা দু'বার কথা বলি।'
অন্য এক সংবাদমাধ্যমকে সৌরভ বলেছেন, 'ওঁর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। উনি একজন পরিপূর্ণ ক্রীড়াবিদ ছিলেন। ভারতের অধিনায়ক থাকাকালীন, আমাদের ক্রিকেট নিয়ে অনেক আলোচনা হয়েছে। ওঁর সঙ্গে রাজনীতি নিয়ে কখনও কোনও কথা হয়নি। উনি কখনও রাজনৈতিক কথাবার্তা বলতেও চাননি। আমাদের কথোপকথন সবসময় ক্রিকেটকে কেন্দ্র করেই চলত।'
সৌরভ আরও জানিয়েছেন যে, শুধুমাত্র তাঁর ক্রিকেট কেরিয়ারের ব্যাপারেই নয়। তাঁদের মধ্যে ভারতের অন্যতম সেরা ক্রিকেটার পঙ্কজ রায়ের ব্যাপারেও কথা হত। সৌরভের কথায়, 'ওঁর মধ্যে একটা উদারতা ছিল।' গাঙ্গুলি জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে। প্রয়াত মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ।
ক্রিকেটের বাইরেও, সিনেমার প্রতি বুদ্ধদেব ভট্টাচার্যের আলাদা আকর্ষণ ছিল বলে সৌরভ জানিয়েছেন। কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক-সহ চলচ্চিত্র শিল্পের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের দৃঢ় সম্বন্ধের কথাও সাক্ষাৎকারে উল্লেখ করেছেন সৌরভ। তিনি জানান, শেষবার ২০০৮-০৯ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তাঁর কথা হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে বামফ্রন্টের পরাজয়ের পরেই জনজীবন থেকে অন্তরালে চলে যান। তার আগেই তাঁদের মধ্যে কথা হয়েছিল বলেই সৌরভ জানিয়েছেন।
সৌরভের কথায়, 'নির্বাচনে পরাজিত হওয়ার পর, তিনি খুব আঘাত পেয়েছিলেন। নিজেকে সরিয়ে নিয়েছিলেন। সময়ের সঙ্গে আমাদের যোগাযোগ কমে গিয়েছে। শেষবার আমি তাঁর সঙ্গে দেখা বা কথা বলেছিলাম সম্ভবত ২০০৮-০৯ সালে।' এত বছর উভয়ের মধ্যে যোগাযোগ ছিল না। তারপরও সৌরভ মনে করেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ তাঁর জীবনে এক গভীর ক্ষতি। প্রয়াত মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতিও সৌরভ গভীর শোক প্রকাশ করেছেন।
লর্ডসে তাঁর ঐতিহাসিক সেঞ্চুরির পর তাঁকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নাগরিক সংবর্ধনা দিয়েছিল। সেই ঘটনাও স্মরণ করেছেন সৌরভ। তিনি জানিয়েছেন, বাম জমানাতেও রাজ্যের নেতৃত্বের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য ছোটবেলায় উত্তর কলকাতার দেশবন্ধু পার্কে ক্রিকেট প্রশিক্ষণ নিয়েছিলেন। কিন্তু, দৃষ্টিশক্তির সমস্যা হওয়ায় তিনি অকালে ক্রিকেট ছেড়ে দেন। তবে, খেলার প্রতি তাঁর উত্সাহ কখনও হ্রাস পায়নি। আর, সৌরভের সঙ্গে তাঁর সম্পর্কটা সেই ক্রিকেটের সূত্রেই আবদ্ধ ছিল।
আরও পড়ুন- নীরজ সোনা জিতলেই লাখ টাকার প্রতিশ্রুতি, বিতর্কের মুখে পন্থকে ধুয়ে দিলেন বাংলার তারকাও
সৌরভ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গ্রেগ চ্যাপেলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য উদ্বেগ প্রকাশ করেছিলেন। সৌরভের কথায়, 'অশোকদা (প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য) আমাকে বলেছিলেন যে বুদ্ধবাবু বলতেন সৌরভকে মাথা ঠান্ডা রাখতে হবে, বিবৃতি দিলে চলবে না।'