মঙ্গলবার নয়। সৌরভ গঙ্গোপাধ্যায়কে হাসপাতাল থেকে ছাড়া হবে বুধবার। এমনটাই জানিয়ে দেওয়া হল উডল্যান্ডস হাসপাতালের পক্ষ থেকে। শনিবার বাড়িতে জিম করার সময় হৃদরোগে আক্রান্ত হন সৌরভ। সঙ্গেসঙ্গেই হাসপাতালে এসে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর ধরা পড়ে মহাতারকা ট্রিপল ভেসেল ডিজিজ-এ আক্রান্ত। তড়িঘড়ি একটি ধমনীতে এনজিওপ্ল্যাস্টি করা হয় তাঁর।
মঙ্গলবার সৌরভ আপাতত সুস্থ রয়েছেন। সমস্ত শারীরিক প্যারামিটার নিয়ন্ত্রণেই রয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন চিকিৎসার দায়িত্বে থাকা এক ডাক্তার।
আরো পড়ুন: অসুস্থ সৌরভকে দেখতে হাসপাতালে মমতা, দিদির শরীর কেমন জানতে চাইলেন ‘দাদা’
এদিনই হাসপাতালে আসেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। তিনি সৌরভের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি মহারাজের চিকিৎসার জন্য গঠন করা মেডিকেল বোর্ডের নয়জন চিকিৎসকদের সঙ্গে আলোচনা সারেন। সেই আলোচনাতেই সৌরভের বাকি দুই ব্লকড ধমনী নিয়ে মত বিনিময় হয় চিকিৎসকদের মধ্যে। তবে হাসপাতাল থেকে জানানো হয়েছে বাকি দুই ধমনীতে এখনই স্টেন্ট কিংবা বাইপাস সার্জারি করা হবে না। তাঁকে বুধবারই ডিসচার্জ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সৌরভের চিকিৎসার দায়িত্বে থাকা সেই ডাক্তার জানিয়েছেন, গতকাল রাতে ভাল ঘুম হয়েছে সৌরভের। ওঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
এর কিছুক্ষণ পরেই হাসপাতালের সিইও রুপালি বসু সংবাদমাধ্যমে কনফার্ম করেন, বুধবার ছেড়ে দেওয়া হবে মহারাজকে। বাকি দুই ধমনীতে কবে স্টেন্ট বসানো হবে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। এখনই আপাতত কিছু করা হচ্ছে না।
বেলায় বেসরকারি হাসপাতালের সিইও রূপালি বসু জানিয়েছেন, সৌরভের বাকি দুটি ধমনীতে স্টেন্ট বসানো হবে। তবে তা এখনই হচ্ছে না। তবে এখনই নয়, সর্বসম্মতভাবে অ্যাঞ্জিওপ্লাস্টির প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই অ্যাঞ্জিওপ্লাস্টি কবে হবে, তা সৌরভের শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। আগামী কয়েকদিনের মধ্যে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন