হৃদরোগে আক্রান্ত হলেও সৌরভ গঙ্গোপাধ্যায়ই তাদের ব্যান্ড এমবাসাডর থাকবেন। এমনটাই জানিয়ে দিল ফরচুন রাইস ব্রান কুকিং অয়েলের মূল সংস্থা আদানি উইলমার।
হৃদয়ের সুস্থতার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় রান্নার তেলের বিজ্ঞাপন করতেন। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই হৃদরোগের শিকার হয়েছেন। এমন ঘটনা ব্র্যান্ডের মার্কেটিংয়ে নেতিবাচক প্রভাব ফেলবে এমন চিন্তা করেই এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের তেলের বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রস্তুতকারক সংস্থা আদানি উইলমার।
আরো পড়ুন: সৌরভের অসুস্থতায় কুৎসিত অপমান কংগ্রেস নেতার, শালীনতার মাত্রা ছাড়াল রসিকতা
সংস্থার তরফে সৌরভের সমস্ত বিজ্ঞাপন সরিয়ে নেওয়া হয়েছে আপাতত। নিজস্ব এডভারটাইজিং এজেন্সিকে নতুনভাবে প্রচারের ক্যাম্পেনিং ঠিক করতেও বলা হয়েছে।
এর মধ্যেই আদানি উইলমার সংস্থার ডেপুটি চিফ এগজিকিউটিভ অংশু মালিক বিজনেস টুডে-কে জানিয়ে দিয়েছেন, সৌরভই তাঁদের ব্র্যান্ডের বিপণনের প্রধান মুখ থাকবেন। তিনিই ব্র্যান্ড আম্বাসাডর হিসাবে কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি অংশু মালিক গোটা ঘটনাকেই 'দুর্ভাগ্যজনক' আখ্যা দিয়েছেন। জানান, এমন ঘটনা যে কোনো ব্যক্তির সঙ্গেই ঘটতে পারে। বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার বিষয়টি 'সাময়িক' বলেও জানান তিনি।
সৌরভ গঙ্গোপাধ্যায় সুস্থ হয়ে উঠলে তাঁর সঙ্গে আলোচনা করেও পরবর্তী প্রচারের রণকৌশল ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ার রাইস ব্রান অয়েলের বিজ্ঞাপনের ট্রোলিংয়ের বিষয়েও মুখ খুলেছেন তিনি। বলেছেন, রাইস ব্রান কেবলমাত্র একটি রান্নার তেল। কোনোপ্রকার ওষুধ নয়। হার্ট ভালো রাখতে লাইফস্টাইলের একাধিক ফ্যাক্টর কাজ করে।
যাইহোক, বুধবারই সৌরভের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল। তবে সৌরভ আরো একটি দিন থাকতে চান হাসপাতালে। তাই আপাতত ডিসচার্জের দিন ধার্য করা হয়েছে বৃহস্পতিবার। এদিন সৌরভের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা জেনে বাইরেই দাদার অনুগামীরা প্ল্যাকার্ড হাতে অপেক্ষা করছিল। ‘কামব্যাক দাদা’ প্ল্যাকার্ডে লিখে রীতিমত ভিড় জমে যায় হাসপাতালের বাইরে। তবে শেষ মুহূর্তে তাঁদের হতাশই হতে হল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন