রবিবার ইডেনে ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টি২০। সেই ম্যাচের আগেই বড়সড় আপডেট। ইডেনে সেই ম্যাচ শুরুর আগে ঐতিহ্যবাহী ঘন্টা বাজিয়ে খেলা সূচনা করবেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
বুধবার সোয়াই মানসিং স্টেডিয়ামে সূর্যকুমার যাদব এবং রোহিত শর্মা যথাক্রমে ৬২ এবং ৪৮ করে নিউজিল্যান্ডের টার্গেট চেজ করতে দলকে সাহায্য করেন। শুক্রবার দ্বিতীয় টি২০ ম্যাচে দুই দল মোকাবিলা করছে রাঁচিতে। ধোনির শহরে ভারত জিতলেই সিরিজ দখল করে ফেলবে।
আরও পড়ুন: ক্রিকেটকে বিদায় এবিডির, আইপিএলেও অতীত হয়ে গেলেন সুপারস্টার
তবে ইডেনে নিজেকে সিরিজের শেষ ম্যাচের জন্য তৈরি করে রাখছে। ইডেনে খেলা শুরুর আগে ঘন্টাধ্বনি বাজানোর প্রথা রয়েছে। বছর দুয়েক আগে ভারতের প্রথম গোলাপি টেস্টের আগে ইডেনে ঘন্টা বাজিয়েছিলেন বাংলাদেশের শেখ হাসিনা। সেবার তারকা খচিত ইডেনে ভারত গোলাপি টেস্ট জিতে নিয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে।
এবার অবশ্য টি২০ ম্যাচ। তার ওপর করোনার হাজারো বিধিনিষেধ। এর মধ্যেই সিএসবি কর্তারা ইডেনকে প্রস্তুত রাখছেন। দিন দুয়েক আগেই সৌরভ আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান হয়েছেন। তাই ঘন্টা বাজানোর সময় সিএসবি কর্তারা বর্তমান বোর্ড সভাপতিকেই ঠিক করেছেন।
সৌরভের ঘন্টাধ্বনিতে উদ্দীপ্ত হবে টিম ইন্ডিয়া, সেটাই আপাতত দেখার!
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন