Sourav Ganguly Turns 53: 'বাড়িতে তো থাকা যাবে না...', কোন ভয়ে একথা বলেছিলেন সৌরভ?

Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট মাঠে তাঁর ঔদ্ধত্য এবং আগ্রাসনই অন্যদের থেকে করে তুলেছিল স্বতন্ত্র। করে তুলেছিল 'দাদা'।

Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট মাঠে তাঁর ঔদ্ধত্য এবং আগ্রাসনই অন্যদের থেকে করে তুলেছিল স্বতন্ত্র। করে তুলেছিল 'দাদা'।

author-image
Koushik Biswas
New Update
Sourav Ganguly Birthday (1)

সৌরভের জন্মদিনে দেশজুড়ে শুভেচ্ছার বন্যা

Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৫৩ বছর বয়সে পা দিলেন। শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে গোটা দেশজুড়ে। শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও (BCCI)। ইতিমধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। সেখানে সৌরভ নিজের মুখে স্বীকার করেছেন যে কলেজের ক্লাস নাকি ফাঁকি দিতেন তিনি। আর সেকারণেই একবার এমন একটি পরিস্থিতির মুখে পড়েছিলেন তিনি, যে কারণে আজও লজ্জিত মহারাজ। কী হয়েছিল ঘটনাটি? আসুন, বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisment

ঘটনাটি 'দাদাগিরি আনলিমিটেড' রিয়্যালিটি অনুষ্ঠানের। বিগত কয়েক বছর ধরেই জি বাংলায় সম্প্রচারিত এই অনুষ্ঠানে সঞ্চালনা করেন সৌরভ। একবার একটি এপিসোডে নিজের ছোটবেলার স্মৃতি রোমন্থন করছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। আর তখনই তিনি বলেন, 'কলেজে যাওয়ার আগের দিন খেলা থাকলে আমি খুব ক্লান্ত হয়ে পড়তাম। অথচ মা সকালবেলা সাড়ে ৫টায় ঘুম থেকে তুলে দিত। কারণ ৬টা থেকে ক্লাস থাকত। এই পরিস্থিতিতে ড্রাইভারকে বলতাম যে মা যখন তুলে দিয়েইছে, তখন আর বাড়িতে তো থাকা যাবে না। সেকারণে কলেজের পাশে গাড়িটা দাঁড় করিয়ে আমি ঘুমিয়ে পড়তাম।'

Happy Birthday Sourav Ganguly: আজ বাঙালির ঔদ্ধত্যের জন্মদিন, মহারাজা তোমারে সেলাম

এরপর তিনি যোগ করেন, 'ঘণ্টা দুয়েক ঘুমানোর পর ৮টার পর আমি ক্লাসে ঢুকতাম। কলেজের একজন শিক্ষক কয়েকদিন ধরে এই ব্যাপারটা লক্ষ্য করেছিলেন। ওঁর কাজই ছিল ঘুরে ঘুরে ছাত্রদের উপর নজর রাখা, কে কোথায় যাচ্ছে। আমাকে উনি ২-৩ বার ধরে ক্লাসে পাঠিয়েছিলেন। একবার তো চিঠিই দিয়েছিল যে আর কলেজে আসার দরকার নেই। তারপর হাতে-পায়ে ধরে সেইবারের মতো রক্ষা পেয়েছিলাম। বাড়িতে তো আর জানে না যে আমি প্রতিদিন গাড়িতে ঘুমোতাম।' সৌরভের মুখ থেকে একথা শোনার পর উপস্থিত সকলেই হেসে ফেলেন।

Advertisment

দেখে নিন সেই ভিডিও:

একথা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই যে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট মাঠে তাঁর ঔদ্ধত্য এবং আগ্রাসনই অন্যদের থেকে করে তুলেছিল স্বতন্ত্র। করে তুলেছিল 'দাদা'। নাহলে কেউ আর ব্লেজারের অছিলায় টসের সময় স্টিভ ওয়াকে অপেক্ষা করাতে পারে? কে'ই বা লর্ডসের ব্য়ালকনিতে দাঁড়িয়ে জার্সি ওড়ানোর দম দেখাতে পারে? যিনি দেখিয়েছেন, তাঁর নাম সৌরভ চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়।

Sourav Ganguly BCCI Indian Cricket Team