Sourav Ganguly on RG Kar Rape Murder: কলকাতায় আরজি কর মেডিক্যাল কলেজে নৃশংস বর্বরতার শিকারি হয়েছেন তরুণী চিকিৎসক। যে ঘটনা এখন গোটা দেশের ইস্যু হয়ে দাঁড়িয়েছে। নাগরিকদের নিয়ে রাত দখলের অভিযান দেখেছে তিলোত্তমা। প্রতিবাদ, প্রতিরোধে আপাতত উত্তাল শহর। এক মাস কেটে গেলেও নাগরিক সেই আন্দোলনের ঝাঁজ একটুও কমার নয়।
যেভাবে পাশবিক অত্যাচারের বলি হয়েছে নিষ্পাপ তরুণী চিকিৎসক, তাতে শিউরে উঠেছে গোটা দেশ। গর্জে উঠেছেন সর্বস্তরের মানুষ। এমনকি শাসক দল ঘনিষ্ঠ সেলেবরা অনেকেই যখন মুখে কুলুপ এঁটে বসেছেন, তখন আর রাখঢাক করছেন না সৌরভ। সোমবার ছিল সুপ্রিমকোর্টের ধর্ষণ মামলার দ্বিতীয় শুনানি। সেখানে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি কাটিয়ে স্বাভাবিক চিকিৎসা পরিষেবার কাজে ফেরার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালতের বিচারপতি চন্দ্রচূড়। পাশাপাশি সংশ্লিস্ট ঘটনায় রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে সুপ্রিমকোর্টে।
আরও পড়ুন: মোদি সরকারকে কোটি কোটি টাকা দিলেন সৌরভ! সেরার সেরা তালিকায় একমাত্র বাঙালি মহারাজ-ই
এমন অবস্থায় সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় আবার বলে দিয়েছেন, "আমি সুপ্রিম কোর্টের শুনানি সম্পর্কে এখনও কিছু জানতে পারিনি। তবে চাইব অরাজনৈতিক মানুষ যে ভাবে রাস্তায় নেমেছেন, মেয়েটি যেন সুবিচার পায়। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে উদাহরণ তৈরি হয়। বিচার পেতে হয়তো সময় লাগে। কিন্তু সাধারণ মানুষ যে ভাবে রাস্তায় নেমেছেন, দেখার মতো।"
বারবারে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুখর হয়ে মহারাজ সোমবার আরও বলে দিয়েছেন, "যে বা যারা এই কাজটা করেছে, তাদের শাস্তি দিতেই হবে। এমন শাস্তি দেওয়া হোক, তা যেন সারা পৃথিবীর কাছে যেন দৃষ্টান্ত হয়ে থাকে।"
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় প্রতি পদক্ষেপে অসম্মানিত হতে হয়েছিল! বিস্ফোরকভাবে মুখ খুললেন টিম ইন্ডিয়া তারকা
সৌরভ এর আগে কলকাতার ধর্ষণ কাণ্ড 'বিক্ষিপ্ত ঘটনা' বলে সমালোচনার মুখে পড়েছিলেন। বিতর্কিতভাবে ধর্ষণ ইস্যুতে প্রথমবার মুখ খুলে সৌরভ বলে দিয়েছিলেন, "এটা ভীষণ ভুল। এটা ঠিক নয়। সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। সিসিটিভি লাগাতে হবে। ভারত একটা দারুণ দেশ, সেটা পশ্চিমবঙ্গ বা অন্য কোনও রাজ্য হোক। বেশ ভালো শহরে, ভালো রাজ্যে আমরা বাস করি। একটা ঘটনা দিয়ে গোটা ব্যবস্থার বিচার করা উচিত নয়। তবে কড়া ব্যবস্থা নিতে হবে। হাসপাতাল, রাস্তায় সর্বত্র সিসিটিভি ক্যামেরার নজরদারি বাড়াতে হবে।"
সৌরভের আরও সংযোজন ছিল, "এটা একটা জঘন্য ঘটনা। এই ধরনের অপরাধের ক্ষেত্রে ক্ষমার কোনও জায়গা নেই। এই ধরনের ঘটনা অন্যত্রও ঘটে থাকে। কিন্তু, এবার এটা হাসপাতালের মধ্যে হয়েছে। পশ্চিমবঙ্গ সত্যিই অত্যন্ত ভালো রাজ্য। একটা অত্যন্ত ভালো শহরে আমরা বাস করি। তাই একটা ঘটনা দিয়ে সবকিছুর বিচার করাটা ঠিক নয়।"
এমন মন্তব্যের পরেই সমালোচনার মুখে পড়েন তিনি। পরে বিতর্ক বাড়ছে বুঝতে পেরেই সৌরভ বলে দিয়েছিলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।