টেস্টের ওপেনার হিসেবে বারেবারেই ব্যর্থ হচ্ছেন লোকেশ রাহুল। তাই রোহিত শর্মাকে ওপেনার হিসেবে খেলানো হোক, এমনটাই পরামর্শ দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্টেই ওপেনার হিসেবে ব্যর্থ হয়েছে লোকেশ রাহুল। কার্যত কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিন ফর্ম্যাটেই বিরাট-বাহিনী হোয়াইটওয়াশ করেছে ক্যারিবিয়ানদের। তবে এমন জয়ের মাঝেও বেশ কিছু বিষয় নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। ওপেনার হিসেবেই যেমন লোকেশ রাহুলের ফর্ম মাথা ব্যথা বাড়িয়েছে।
এর মধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায় টাইমস অফ ইন্ডিয়া-তে নিজের কলামে লিখেছেন, "আগেই রোহিত শর্মাকে টেস্ট ওপেনার হিসেবে খেলানোর কথা বলেছিলাম। এখনও বিশ্বাস করি, রোহিত এতটাই ভাল ব্যাটসম্যান যে ওকে বাইরে রাখা উচিত নয়।" অফ ফর্ম কাটিয়ে অজিঙ্কা রাহানে ফর্মে ফিরেছেন। হনুমা বিহারীও নজর কাড়ছেন ব্যাট হাতে। তাই মিডল অর্ডারে কার্যত পরিবর্তনের সম্ভবনা নেই। সৌরভ তাই লিখেছেন, "বিশ্বকাপে দারুণ ছন্দে ব্যাটিং করার পরে আমার বিশ্বাস রোহিত টেস্টে ওপেনিংয়ের সুযোগ দু-হাতে আকড়ে ধরবে। রাহানে, বিহারী মিডল অর্ডারে দারুণ ব্যাটিং করায় মিডল অর্ডারে খেলার সুযোগ নেই।"
বলা হচ্ছে, পর্যাপ্ত সুযোগ পেয়েছেন লোকেশ রাহুল। তবে নিজের জায়গা এখনও পাকা করতে পারেননি রাহুল। তাই সরাসরি তাঁর জায়গাতেই রোহিতের পক্ষে সওয়াল করেছেন মহারাজ। কিংবদন্তি বাঙালি বলছেন, "ওপেনিং পজিশনে আমাদের আরও উন্নতি করতে হবে। মায়াঙ্ক আগারওয়াল ভাল, তবে ওঁর আরও কিছু সুযোগ প্রাপ্য। মায়াঙ্কের ওপেনিং পার্টনার রাহুল প্রতিশ্রুতি দেখালেও খেলতে পারছে না। তাই ওপেনিংয়ে শূন্যস্থান তৈরি হচ্ছে।"
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবার ঘরের মাঠে ভারতের চ্যালেঞ্জ। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজেও হয়তো রাহুলকে ওপেনিংয়ে রেখে খেলতা নামবে ভারত। কিন্তু সেখানে ব্যর্থ হলেই, বাদ পড়তে হতে পারে দক্ষিণী ব্যাটসম্যানকে। সেক্ষেত্রে রোহিতের কপালে ফের সুযোগ আসবে টেস্টে খেলার।