/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/567-LEAD.jpg)
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে নিঃশব্দে অথচ জোরাল ভাবে নিজের অবস্থান জানালেন সানা। সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের অষ্টাদশী কন্য়া ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করে এলেন খবরের শিরোনামে।
প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই সভাপতির কন্য়া নিজে কোনও মন্তব্য় করলেন না ঠিকই। বিখ্য়াত লেখক ও সাংবাদিক খুশওয়ান্ত সিংয়ের বই ‘দ্য় এন্ড অফ ইন্ডিয়া‘-র নির্বাচিত কিছু অংশ তুলে ধরলেন। যা সাম্প্রতিক পরিস্থিতিতে অত্য়ন্ত প্রাসঙ্গিক। নেটিজেনদের মন জয় করে নিয়েছে সানার পরিণতি বোধ।
সৌরভ সহ দেশের অধিকাংশ ক্রীড়াব্য়ক্তিত্বই এনআরসি বা ক্য়াব ইস্য়ুতে মুখ বন্ধ রাখাই শ্রেয় মনে করছেন, তখন সানা দৃষ্টান্ত স্থাপন করলেন। যদিও সানার এই স্টোরি দেখা যাচ্ছে না আর। কারণ নিয়ম অনুযায়ী ইনস্টাগ্রাম স্টোরি ২৪ ঘণ্টা পর্যন্ত দেখা যায়। যার অ্যাকাউন্ট তিনি যদি স্টোরি ডিলিট করে দেন, তাহলে আর দেখা যায় না। সানাও স্টোরি ডিলিট করেছেন বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন-সানার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় খুনসুটি সৌরভের
BCCI President @SGanguly99's daughter Sana Ganguly just won my heart by this post. Incredible maturity from an 18 year old. pic.twitter.com/wQN5eyfY6G
— Aparna (@chhuti_is) December 17, 2019
আরও পড়ুন-জামিয়ার পড়ুয়াদের ওপর পুলিশের লাঠি, বিস্ফোরক টুইট ইরফান পাঠানের
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ জানায়িছে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। গত রবিবার বিশ্ববিদ্য়ালয় ঢুকে তাদের ওপর পুলিশ লাঠি চার্জ করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। একাধিক পড়ুয়া গুরুতর আহত হয়েছন এই ঘটনায়। পুরো ঘটনার নিন্দা করে ভারতের প্রাক্তন ফাস্টবোলার ইরফান পাঠান টুইটারে লিখেছিলেন, “আজীবন রাজনৈতিক দোষারোপের পালা চলতেই থাকবে। কিন্তু আমি এবং আামার দেশ চিন্তিত জামিয়া মিলিয়ার পড়ুয়াদের নিয়ে। #JamiaMilia #JamiaProtest,”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us