Snehasish Ganguly in race to be Jay Shah's BCCI successor: আইসিসি চেয়ারম্যান পদে দায়িত্ব নেবেন বর্তমান বিসিসিআই সচিব জয় শাহ। বিসিসিআইয়ে তাঁর আসন ফাঁকা হতে চলেছে। এবার, তাঁর জায়গায় কে বিসিসিআই সচিব হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এবার, সেই পদে নাম উঠল এক বাঙালির। তিনি হলেন, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। শেষ পর্যন্ত তিনি বিসিসিআই সচিব হলে, ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষপদের একটিতে গঙ্গোপাধ্যায় পরিবারের কেউ ফের বসবেন। কারণ, এর আগে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের ভাই সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআইয়ের দায়িত্বে ছিলেন।
স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বর্তমানে বাংলার ক্রিকেট প্রশাসন সিএবির প্রেসিডেন্ট পদে রয়েছেন। তিনি জাতীয় দলের হয়ে কোনওদিন না খেললেও বাংলার হয়ে দীর্ঘদিন রঞ্জি ট্রফিতে খেলেছেন। তবে, সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রঞ্জিজয়ী বাংলা দলে স্নেহাশিস ছিলেন না। ১৯৮৯-৯০ মরশুমে তাঁর জায়গায় বাংলা দলে স্থান পান সৌরভ গঙ্গোপাধ্যায়। বরাবরই সৌরভের অন্যতম পথপ্রদর্শক ছিলেন স্নেহাশিস। পরবর্তীতে সৌরভ জাতীয় দলে স্থান পান। জাতীয় দলের অধিনায়কও হন। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট নাম করেন।
আর, স্নেহাশিস ঢুকে পড়েন ক্রিকেট প্রশাসনে। সেই সূত্রেই তিনি বর্তমানে সিএবির প্রেসিডেন্ট। এবার তিনি জয় শাহর জায়গায় বিসিসিআই সচিব হলে ক্রিকেট প্রশাসক হিসেবে জাতীয়স্তরে নাম করবেন গঙ্গোপাধ্যায় পরিবারের এই সন্তান। তবে, এনিয়ে এখনও চূড়ান্ত কিছু ঠিক হয়নি। তবে, বিসিসিআই সচিব পদে ৩০ নভেম্বর জয় শাহর মেয়াদ শেষ হবে। ডিসেম্বরের প্রথম দিন থেকেই তিনি আইসিসির দায়িত্ব গ্রহণ করবেন। বিসিসিআইয়ের নিয়ম হল, কোনও পদ খালি হলে, ৪৫ দিনের মধ্যে সভা ডেকে সেই পদে নিয়োগ করতে হয়।
আরও পড়ুন- মাটিতে ড্রপ খেয়ে হাতে বল! ক্যাচ আউটের সিদ্ধান্তে ফুঁসে উঠলেন এবার রুতুরাজ, দেখুন ভিডিও
তবে, স্নেহাশিসই হোক বা অন্য কেউ। তাঁর মেয়াদ হবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত। আগামী বছরের সেপ্টেম্বরে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা। যিনিই সেই সভার পরবর্তী সময়ে বোর্ড সচিব হবেন, তাঁকে সেই সভায় নির্বাচিত হয়ে আসতে হবে। তার আগে স্নেহাশিস বোর্ড সচিব হতে পারেন কি না, সেটাই এখন দেখার।