২০ বছর বয়সে সৌরভের হার্ট যেমন শক্তপোক্ত ছিল, এখন তেমনই রয়েছে। ভক্তদের আশ্বস্ত করে এমনটাই জানিয়ে দিলেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট দেবী শেঠি। মঙ্গলবারই বিশিষ্ট এই চিকিৎসক উডল্যান্ডস হাসপাতালে সৌরভের চিকিৎসার জন্য তৈরি মেডিকেল বোর্ডের নয় জনের সঙ্গে আলোচনা সারেন। সেখানেই সৌরভের পরবর্তী চিকিৎসা কী হবে, তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়।
কেমন দেখলেন সৌরভের হার্টের অবস্থা? তিনি ইএসপিএন ক্রিকইনফোকে জানালেন, "সৌরভের কোনো বড়সড় সমস্যা নেই। ওঁর যে সমস্যা রয়েছে সেটা অধিকাংশ ভারতীয়র কখনো না কখনো হয়ে থাকে। ওঁর করোনারি আর্টারিতে ব্লক রয়েছে। প্রশ্ন হল, ওঁর কি হার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে? একদম নয়। ব্লকেজের কারণে কিছুটা অস্বস্তি হয়েছিল। ঠিক সময়ে হাসপাতালে চলে আসায় একদম ঠিকঠাক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।"
আরো পড়ুন: সৌরভের হৃদরোগে তেলের বিজ্ঞাপন লাটে, বাধ্য হয়ে বড় সিদ্ধান্ত নিল ফরচুন
এরপরেই তিনি আরো বলেন, "সৌরভের হার্ট এখন ওঁর ২০ বছর বয়সের মতই শক্তিশালী। সবাইকে জানাতে চাই, ওঁর এমন কোনো হার্টের সমস্যা হয়নি যাতে হার্ট ক্ষতিগ্রস্ত হতে পারে। ওঁর হার্ট সত্যিই খুব পোক্ত।"
পরে বেসরকারি হাসপাতালের সিইও রুপালি বসু জানালেন, বুধবারই সৌরভকে ছেড়ে দেওয়া হচ্ছে। তারপর বাড়িতে দৈনিক তার স্বাস্থ্যের উপর নজর রাখা হবে। আপাতত ২-৩ সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকবেন মহারাজ। তারপরেই শুরু হয়ে যাবে দাদাগিরি। আরো একবার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন