মেয়েদের ক্রিকেট খেলার প্রয়োজন নেই, বিতর্কিত মন্তব্যে বিস্ফোরক সৌরভ

অর্জুনের প্যাশনে মুগ্ধ মহারাজ। সৌরভ বলছিলেন, কীভাবে লর্ডসের গা ঘেঁষা বাড়িতে থাকাকালীন অর্জুন লর্ডসে অনুশীলন করতে চলে আসতেন।

অর্জুনের প্যাশনে মুগ্ধ মহারাজ। সৌরভ বলছিলেন, কীভাবে লর্ডসের গা ঘেঁষা বাড়িতে থাকাকালীন অর্জুন লর্ডসে অনুশীলন করতে চলে আসতেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মেয়েদের ক্রিকেট খেলার দরকার নেই। এমনই বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি টিভি চ্যানেলের টক শো-এ হাজির হয়েছিলেন সৌরভ। সেখানেই মহারাজকে তাঁর কন্যা সানা গঙ্গোপাধ্যায় ও শচীন পুত্র অর্জুন তেন্ডুলকরের মত স্টার কিডদের ক্রিকেট খেলার সম্ভবনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে।

Advertisment

সেই শো-তেই কিছুটা বেলাগাম হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় কন্যা সানাকে নিয়ে বলতে গিয়ে জানান, "ওকে ক্রিকেট খেলতে বারণ করব। মেয়েদের ক্রিকেট খেলার দরকার নেই।"

আরও পড়ুন রায়নাকে আর দেখা যাবে না সিএসকের জার্সিতে, বড় সিদ্ধান্তের পথে চেন্নাই

ঘটনা হল, সৌরভের এই চ্যাট শো-এর ভিডিওটি বেশ কয়েক বছর আগের। এবিপি আনন্দের স্টুডিওতে আরো অনেক স্বনামধন্য ব্যক্তির সঙ্গেই হাজির ছিলেন সৌরভ। বিতর্কের গন্ধ মাখা সেই ভিডিওটিই সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

Advertisment

সেই ভিডিওতে কন্যা সানার ক্রিকেট ভবিষ্যৎ নাকচ করে দিলেও সৌরভ কিন্তু শচীন পুত্র অর্জুনকে নিয়ে উছ্বসিত। গল্পের ছলে সৌরভকে বলতে শোনা গিয়েছে, অর্জুন কীভাবে তাঁর কাছে কভার ড্রাইভ শেখার আর্জি নিয়ে এসেছিলেন। সৌরভ বিস্মিত হয়ে যান, শচীনকে ছেড়ে তাঁর কাছে কেন এসেছেন অর্জুন। পরে বুঝতে পারেন অর্জুন বাঁ হাতি হওয়ায় একজন বাঁ হাতি ব্যাটসম্যানের কাছ থেকেই কভার ড্রাইভ শিখতে চান। শচীন ডান হাতি হওয়ায় বিখ্যাত পিতা নয় অর্জুন শিক্ষাগুরু হিসাবে বেছে নিয়েছিলেন সৌরভকেই।

অর্জুনের প্যাশনে মুগ্ধ মহারাজ। সৌরভ বলছিলেন, কীভাবে লর্ডসের গা ঘেঁষা বাড়িতে থাকাকালীন অর্জুন লর্ডসে অনুশীলন করতে চলে আসতেন। সৌরভের কথায়, অর্জুন যদি শচীনের ৩০ শতাংশও খেলতে পারেন, তাহলেও বড় মাপের খেলোয়াড় হবেন।

সুন্দর আলোচনায় মহিলাদের ক্রিকেটার হওয়ার সৌরভের বিতর্কিত বার্তাতেই আপাতত সরগরম নেট দুনিয়া।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sourav Ganguly BCCI