Vaibhav Suryavanshi during IND u19 vs PAK u19: আইপিএল নিলামে মাত্র ১৩ বছর বয়সেই বিক্রি হয়ে তোলপাড় ফেলেছেন বৈভব সূর্যবংশী। কিন্তু তিনি আন্তর্জাতিক ম্যাচে তেমন সাফল্য পেলেন না। নিলামে বৈভবের দাম কয়েক কোটি টাকা উঠেছে। কিন্তু, টিম ইন্ডিয়ার হয়ে সেই বৈভবই পাকিস্তানের বিরুদ্ধে দাগ কাটতে ব্যর্থ হলেন।
চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে ওপেন করেছেন বৈভব। এই ম্যাচে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে পাকিস্তান ৫০ ওভারে ৭ উইকেটে করেছে ২৮১ রান। জিততে হলে ভারতকে তুলতে হল ২৮২ রান। কিন্তু, এই ম্যাচে ভারতের শুরুটা মোটেও ভালো হয়নি। দলের দুই ওপেনারই অত্যন্ত বিশ্রীভাবে সাততাড়াতাড়ি আউট হয়ে গিয়েছেন। এই দুই ওপেনারের মধ্যে বৈভব অন্যতম।
ম্যাচে বৈভব মাত্র ১ রান করেছেন। সদ্যসমাপ্ত আইপিএল নিলামে রাজস্থান রয়্যালস বৈভব সূর্যবংশীকে নিলামের দ্বিতীয় দিনে কিনেছে। নিলামে বৈভবের দাম উঠেছে ১ কোটি ১০ লক্ষ টাকা। এই নিলামের পরই বৈভব সূর্যবংশী সবচেয়ে কমবয়েসি কোটিপতি খেলোয়াড়দের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছেন। নিলামের পর তিনি টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এশিয়া কাপে খেলতে গিয়েছেন। কিন্তু, সেখানে পাকিস্তানের বিরুদ্ধে তিনি প্রথম ম্যাচে ব্যর্থ হলেন। বৈভবের সঙ্গে ছিলেন অন্যতম ওপেনার আয়ুশ মহাত্রে। তিনিও ম্যাচে ব্যর্থ হন।
দু'জনে ২৮ রানের জুটি তৈরি করেন। তারপরই আয়ুশ ১৪ বলে ২০ রান করে আউট হয়ে যান। আর, বৈভব ৯ বলে ১ রান করে অলি রাজার বলে আউট হন। তাঁর ক্যাচ ধরেন পাকিস্তানের উইকেটকিপার সাদ বেগ। ভারতের দুই ওপেনার ব্যর্থ হলেও পাকিস্তানের ওপেনার এই ম্যাচে দুর্দান্ত খেলেছেন। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার শাহজেব খান ১৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। তার সুবাদেই ৫০ ওভারে ৭ উইকেটে পাকিস্তান ২৮১ রান তুলেছে।
আরও পড়ুন- গ্রেফতার বিশ্বের ১ নম্বর ওয়ানডে বোলার! গড়াপেটায় তছনছ করা অভিযোগে তোলপাড় বিশ্ব
শাহজেবের এই ১৫৯ রানের ইনিংস পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ইতিহাসে কোনও ক্রিকেটারের সবচেয়ে বড় রান। তালিকায় এর পরে রয়েছে, ২০২৩ সালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে শামিল হুসেনের ১৫০ রান। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ১৯৯৭ সালে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে পাকিস্তানের আবদুল রজ্জাকের ১৪২ রান।