ভারত, প্রথম ইনিংস- ৪৯৭/৯ (ডিক্লেয়ার)
দক্ষিণ আফ্রিকা, প্রথম ইনিংস- ১৬২/১০ এবং ১৩২/৮
পুণেতে ইনিংস হারের ক্ষত এখনও দগদগে। এর মধ্যেই ফের একবার ইনিংস হারের সামনে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা। বিরাট কোহলিও আবার প্রতিপক্ষকে ফলো অন করার নিরিখে পেরিয়ে গেলেন মহম্মদ আজাহারউদ্দিনকে। সবমিলিয়ে চলতি সিরিজের স্ক্রিপ্ট মেনেই রাঁচিতে চতুর্থ দিনে ইনিংস জয় নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ১৩২ রান তুলতেই হারিয়েছে ৮ উইকেট। শেষ ২ উইকেটে ম্যাচ বাঁচানোর জন্য এখনও প্রোটিয়াজদের তুলতে হবে ২০৩ রান। যা কার্যত অসম্ভব।
এর মধ্যেই বেনজির কীর্তি বিরাটের। প্রতিপক্ষকে সবথেকে বেশিসংখ্যক ফলো অন করার নিরিখে কোহলি এখন দেশের টেস্ট ক্যাপ্টেনদের তালিকায় শীর্ষে। এতদিন এই কীর্তি দখলে ছিল মহম্মদ আজাহারউদ্দিনের। সাতবার প্রতিপক্ষকে ফলো অন করতে বাধ্য করেছিলেন তিনি। তবে রাঁচিতে কোহলি প্রোটিয়াজদের ফলো অন করার সঙ্গেসঙ্গেই পেরিয়ে গেলেন আজাহারকে। কোহলির পকেটে ৮বার ফলো অন করার নজির।
SA 132/8 in the 2nd Innings at the end of Day 3. A brilliant bowling display from #TeamIndia. Join us for Day 4 tomorrow morning #INDvSA @Paytm pic.twitter.com/odI7NsmiL1
— BCCI (@BCCI) October 21, 2019
আরও পড়ুন ১৬২ রানেই শেষ প্রোটিয়াজরা, ফের ইনিংস জয়ের হাতছানি কোহলিদের সামনে
পাশাপাশি কোহলি আবার শেষ ২৬ বছরে প্রথম ভারতীয় ক্যাপ্টেন। যিনি পরপর দুই টেস্টে প্রতিপক্ষকে ফলোঅন করতে বাধ্য করলেন। ১৯৯৩ সালে দেশের মাটিতে শেষবার শ্রীলঙ্কাকে ভারত পরপর দুই টেস্টে ফলো অন করেছিল। এর আগে কোহলি সাতবার ফলো অন করার ক্ষেত্রে পাঁচটিতেই জয় ছিনিয়ে নিয়েছেন। বাকি দুই ম্যাচে ড্রয়ে পর্যবসিত হয়েছে।
আরও পড়ুন বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে ‘নন-স্টপ’ বিরাটকে বিশ্রামের ভাবনা
দক্ষিণ আফ্রিকা অবশ্য ফের একবার বিশাল পরাজয়ের সামনে দাঁড়িয়ে। প্রথম ইনিংসে ৩৩৫ রানে অলআউট হয়ে যাওয়ার পরে ৩৩৫ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল। তাতেও সুবিধা করতে পারেনি তারা। মহম্মদ শামি, উমেশ যাদবদের দাপুটে বোলিংয়ের সামনে কোনওরকমে ১৩২ তুলতেই হারাতে হয়েছে ৮ উইকেট। সর্বোচ্চ স্কোর থিউনিস দি ব্রুইনের (৩০)। যিনি ডিন এলগার উমেশ যাদবের বলে চোট পাওয়ার পরে কনকাশন পরিবর্ত হিসেবে ব্যাট করতে নেমেছিলেন।
বাকি প্রোটিয়াজ ব্যাটসম্যানরা যথারীতি ব্যর্থ। ডুপ্লেসিস (৪), বাভুমা (০), হেনরিখ ক্লাসেন (৫) রানেই প্যাভিলিয়নে ফেরেন। প্রথম ইনিংসে প্রোটিয়াজদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক (৬২) শামির বলে দ্বিতীয় ইনিংসে রানের খাতা খোলার আগেই আউট। মহম্মদ শামি দ্বিতীয় ইনিংসে ৩টে এবং উমেশ যাদব ২টো উইকেট সংগ্রহ করেছেন। দুই ইনিংস মিলিয়ে দুই পেসারই ৫টি করে শিকার করলেন। ১টি করে উইকেট জাদেজা ও অশ্বিনের।
Read the full article in ENGLISH