Advertisment

তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মারক্রাম, ধাক্কা প্রোটিয়াজ শিবিরে

আঘাতের পরে ২৫ বছরের তারকার সিটি স্ক্যান করা হয়। তারপরেই দক্ষিণ আফ্রিকান শিবির থেকে চোটের বিষয়ে কনফার্ম করে বলা হয়। দক্ষিণ আফ্রিকান টিম ডাক্তার বলেন, সিটি স্ক্যানে মারক্রামের কবজির হাড়ে চিড় ধরা পড়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Aiden Markram

চোট পেয়ে ছিটকেল গেলেন মারক্রাম (টুইটার)

রাঁচি টেস্ট শুরুর আগেই বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকা সিরিজে। চোটের জন্য তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন ওপেনার আইডেন মারক্রাম। পুণে টেস্ট চলাকালীনই হাতে চোট পেয়েছিলেন প্রোটিয়াজ ওপেনার। সেই চোটই তাঁকে ছিটকে দিল দক্ষিণ আফ্রিকান স্কোয়াড থেকে। পুণে টেস্টেই দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে হারিয়েছে ভারত। এক ইনিংস সহ ১৩৭ রান ব্য়বধানে নতজানু হয়েছে প্রতিপক্ষ শিবির। দক্ষিণ আফ্রিকা শিবির থেকে বলা হয়েছে, আউট হয়ে হতাশায় কোনও শক্ত বস্তুর উপরে নিজের হাত দিয়ে আঘাত করেছিলেন। এতেই হাতে চোট লাগে।

Advertisment

সেই আঘাতের পরে ২৫ বছরের তারকার সিটি স্ক্যান করা হয়। তারপরেই দক্ষিণ আফ্রিকান শিবির থেকে চোটের বিষয়ে কনফার্ম করে বলা হয়। দক্ষিণ আফ্রিকান টিম ডাক্তার বলেন, "সিটি স্ক্যানে মারক্রামের কবজির হাড়ে চিড় ধরা পড়েছে। তারপরেই মেডিকেল টিম তৃতীয় টেস্ট থেকে বাইরে রাখেন মারক্রামকে। চোট সারিয়ে ওঠার জন্য দক্ষিণ আফ্রিকায় ফিরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হবে।"

আরও পড়ুন IND vs SA 2nd test: ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ ঋদ্ধির, জয়ের সামনে ভারত

তৃতীয় টেস্ট থেকে ছিটকে যাওয়ার পরে মারক্রাম নিজের কৃতকর্মের পূর্ণ দায় স্বীকার করে নিয়েছেন। "এমনভাবে দেশে ফিরে যাওয়াটা রীতিমতো হতাশার। নিজের ভুল বুঝতে পেরেছি। এর পুরো দায় আমার। প্রোটিয়াজ দলে এমন ঘটনা রীতিমতো খারাপ দৃষ্টান্ত। এটা দলকে আরও খারাপ পজিশনে ফেলে দিয়েছে। এটাই আরও কষ্ট দিচ্ছে।" মারক্রাম আরও জানিয়েছেন, "খেলায় আবেগ থাকবেই। কখনও কখনও হতাশা আবেগের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তবে এটা কোনও অজুহাত হতে পারে না। নিজের কৃতকর্মের পুরো দায়িত্ব নিচ্ছি আমি। দলের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি। আশা করি ভবিষ্যতে দল এবং ক্রিকেট সমর্থকদের এই ভুল সুদে আসলে ফেরত দিতে পারব।"

Read the full article in ENGLISH

cricket Test cricket
Advertisment