Jonty Rhodes slams Air India: দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডস কয়েকদিন ধরে ভারতে রয়েছেন। শুক্রবার, তিনি একটি ফ্লাইট বিলম্বের জন্য এয়ার ইন্ডিয়ার নিন্দা করে সোশ্যাল মিডিয়া এক্স-এ একটি পোস্ট করেছেন এবং জানিয়েছেন যে কীভাবে তাঁকে বিমানে তাঁকে ভাঙা সিট দেওয়া হয়েছিল।
এক্স-এ ওই পোস্টে রোডস বলেছিলেন যে তাঁর 'দুর্ভোগ অব্যাহত'। মুম্বই থেকে তাঁর দিল্লি যাওয়ার ফ্লাইট দেড় ঘণ্টারও বেশি বিলম্বিত হয়েছে। বোর্ডিংয়ের পর তিনি বুঝতে পারেন তাঁর সিট ভাঙা। তিনি পোস্টে একটি ক্ষোভের চিহ্ন ব্যবহার করেছেন। আর, গোটা ঘটনায় নিজের হতাশা প্রকাশ করেছেন।
রোডস বলেছেন যে তিনি 'আগামিদিনে এভাবে ৩৬ ঘণ্টার জন্য অপেক্ষা করতে' নারাজ। কারণ এতে দিল্লি থেকে মুম্বই এবং সেখান থেকে কেপ টাউনে আরেকটি ফ্লাইট তাঁকে ধরতে হয়।
এয়ার ইন্ডিয়া রোডসের পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, 'স্যার, আপনার অভিজ্ঞতার কথা শুনে আমরা দুঃখিত। নিশ্চিন্ত থাকুন, আমরা আপনার উদ্বেগটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করব এবং আপনার প্রতিক্রিয়া আমাদের কর্মীদের সকলকে জানাব, আর ভবিষ্যতে যাতে এমনটা না হয়, নিশ্চিত করব।'
আরও পড়ুন- সৌরভকে ছুঁয়ে ইতিহাসে লিটন, বাঙালি তারকার গরম সেঞ্চুরিতে হাওয়া বেরিয়ে গেল পাকিস্তানের
এয়ার ইন্ডিয়া বেশকিছু সময়ের জন্যই তার অপারেশনাল সমস্যার কারণে শিরোনাম উঠে আসছে। ইতিমধ্যে, এয়ারলাইন্সটি ভিস্তারার সঙ্গে জোট বাঁধছে। সেটা হবে ১২ নভেম্বর থেকে। এই ব্যাপারে ভিস্তারা শুক্রবার এক বিবৃতিতে বলেছে, '২০২৪ সালের ৩ সেপ্টেম্বর থেকে, গ্রাহকরা ক্রমান্বয়ে ১২ নভেম্বর বা তার পরে ভ্রমণের জন্য ভিস্তারায় আর বুকিং করতে পারবেন না। তারপরে সমস্ত ভিস্তারা বিমান এয়ার ইন্ডিয়া দ্বারা পরিচালিত হবে এবং এই বিমানগুলোর দ্বারা পরিচালিত রুটের বুকিং হবে এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটে, তা রিডাইরেক্ট করা হয়েছে। ভিস্তারা ২০২৪ সালের ১১ নভেম্বর পর্যন্ত যথারীতি বুকিং নেওয়া এবং ফ্লাইট পরিচালনা চালিয়ে যাবে।'