Advertisment

Tabraiz Shamsi-Suryakumar Yadav: সূর্যকুমারের বিশ্বকাপজয়ী ক্যাচকে চরম অপমান! পাকজাত দক্ষিণ আফ্রিকান তারকাকে ধুয়ে দিল ক্রিকেটমহল

Tabraiz Shamsi's comment on Suryakumar Yadav's catch: সূর্যকুমার জাদবের বিশ্বকাপ ফাইনালের ক্যাচ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য পাকিস্তানি বংশোদ্ভূত প্রোটিয়াজ তাব্রিজ শামসির। সমালোচনার ঝড় উঠতেই শান্ত হলেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Suryakumar Yadav, T20 World Cup, সূর্যকুমার যাদব, টি২০ বিশ্বকাপ,

Suryakumar Yadav-T20 World Cup: বিশ্বকাপে সূর্যকুমার যাদব এভাবেই দুর্দান্ত ক্যাচটি ধরেছিলেন। (ফাইল ছবি)

Tabraiz Shamsi's comment on Suryakumar Yadav's catch: টি২০ বিশ্বকাপের ফাইনালে সূর্যকুমার যাদবের ধরা ক্যাচ নিয়ে কটাক্ষ করলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার তাবরেজ শামসি। বার্বাডোসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০২৪ টি২০ বিশ্বকাপের ফাইনালে ধরা সূর্যকুমার যাদবের অসাধারণ ক্যাচের ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। বাউন্ডারি লাইনে ওই ক্যাচ ধরতে গিয়ে সূর্যকুমার যাদব যে অনবদ্য নৈপুণ্য দেখিয়েছন, তা নিয়ে প্রশংসার ঝড় উঠেছে।

Advertisment

সূর্যকুমার যখন ক্যাচটি ধরেছেন, তখন শেষ ওভার থেকে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য ১৬ রানের দরকার ছিল। সেই সময় দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার বোলার হার্দিক পান্ডিয়ার একটি ওয়াইড ফুল টসে ব্যাট চালান। সূর্যকুমার লং অফে দড়ির মধ্যে ক্যাচটি ধরে তা ওপরের দিকে ছুড়ে দেন। এরপর শরীরের ভারসাম্য রাখতে বাউন্ডারির দড়ির বাইরে বেরিয়ে আবার ভিতরে প্রবেশ করে ওপর থেকে মাটির দিকে ধেয়ে আসা ক্যাচটি ধরে ফেলেন। গোটা দৃশ্যটি এক চোখ ধাঁধানো দৃ্শ্য দর্শকদের উপহার দেয়।



বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া এক্স-এ সূর্যকুমারের ওই ক্যাচ নিয়ে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার তারকা তাবরেজ শামসি। তিনি তাঁর পোস্টে লিখেছেন, 'ওরা যদি বিশ্বকাপের ফাইনালে ক্যাচ পরীক্ষা করার জন্য এই পদ্ধতিটি ব্যবহার করত তাহলে হয়তো নটআউট দেওয়া যেত।' পোস্টের সঙ্গে স্থানীয় ক্রিকেট ম্যাচে দেখানো একটি ভিডিও দিয়েছেন শামসি। 

আরও পড়ুন- আমার লেভেলে আসতে বহু দেরি গিলের! কোহলির গলায় 'নকল' বিস্ফোরণ, আসল কাহিনী প্রকাশ্যে

পোস্টটি নেটিজেনদের অনেকেই পছন্দ করেননি। তাঁরা কটাক্ষ করেছেন, শামসি তো 'কান্নাকাটি জুড়ে দিয়েছেন! উনি খুব কষ্টের মধ্যে আছেন।' যা পড়ে পালটা মন্তব্য করেছেন শামসিও। তিনি লিখেছেন, 'যদি কিছু লোক বুঝতে না পারে যে এটা একটা রসিকতা ছিল, তবে চার বছরের শিশুর মত করেই বোঝাতে হবে যে এটা স্রেফ একটা রসিকতা!'

T20 World Cup Cricket News viral Suryakumar Yadav South Africa
Advertisment