Advertisment

Virat Kohli Deepfake: আমার লেভেলে আসতে বহু দেরি গিলের! কোহলির গলায় 'নকল' বিস্ফোরণ, আসল কাহিনী প্রকাশ্যে

Virat Kohli Deepfake: শুভমান গিলের সমালোচনা সমেত কোহলির বেক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে যেখানে বিরাটকে সদর্পে ঘোষণা করতে শোনা গিয়েছে, তিনিই শ্রেষ্ঠ। বড় বিতর্ক সামনে আসতেই আসল কাহিনী এল প্রকাশ্যে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Deepfake Viral, বিরাট কোহলি, ডিপফেক ভাইরাল,

Virat Kohli-Deepfake Viral: কোহলি এবং গিলকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। (ছবি- আইসিসি)

Virat Kohli Deepfake Viral: শুভমান গিলের সমালোচনা করা বিরাট কোহলির ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছে। বিরাট কোহলি, শুধুমাত্র ভারতে নয়, বিশ্বের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে বিবেচিত। প্রায়শই অন্যান্য ক্রিকেট কিংবদন্তি এবং কখনও কখনও সমসাময়িক কিংবদন্তিদের সঙ্গে তাঁর তুলনা করা হয়।

Advertisment

ভক্ত, মিডিয়া এবং ক্রিকেট উৎসাহীরা প্রায়শই প্রাক্তন ভারতীয় অধিনায়ককে কিংবদন্তি শচীন তেণ্ডুলকারের সঙ্গে তুলনা করেন। আর, মাঝে মাঝে ভারতের তরুণ ব্যাটসম্যান শুভমান গিলকেও তুলনা করেন শচীনের সঙ্গে। অনেকেই মনে করেন, গিল ভবিষ্যতে কোহলিকে ছাড়িয়ে যাবেন। এই সবের মধ্যে বিরাট কোহলির একটি ডিপফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে কোহলি দাবি করেছেন যে শুভমান গিল তাঁর তুলনায় বেশ নিকৃষ্টমানের খেলোয়াড়।

AI-এর মাধ্যমে বিকৃতি করা ভিডিওটিতে ২০১৯ সালে গ্রাহাম বেনসিঞ্জারের সঙ্গে তাঁর সাক্ষাত্কার থেকে বিরাট কোহলির ঝলক দেখানো হয়েছে। তাঁর কণ্ঠস্বর একদম আসলের মত শোনা গিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে কোহলি গিলের সমালোচনা করছেন এবং পরিষ্কার জানাচ্ছেন যে, গিল তাঁর মত অত ভালোমানের খেলোয়াড় নন।

ডিপফেক ভিডিওতে দেখা যাচ্ছে কোহলি বলছেন, 'আমরা যখন অস্ট্রেলিয়া থেকে ফিরে এসেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম যে সর্বোচ্চ স্তরে সাফল্য পেতে কী করতে হবে। আমি গিলকে খুব কাছ থেকে দেখেছি। ও প্রতিভাবান, সন্দেহ নেই। কিন্তু, প্রতিশ্রুতি পূরণ করা এবং একজন কিংবদন্তি হওয়ার মধ্যে একটা বড় ফারাক রয়েছে। গিলের টেকনিক ভালো। কিন্তু, সেটা কিংবদন্তি হওয়ার জন্য যথেষ্ট নয়।'

আরও পড়ুন- ধোনির হাত ধরে টিম ইন্ডিয়ায় অভিষেক! আচমকা অবসরের সিদ্ধান্ত সুপারস্টারের

ভিডিওটিকে একেবারে আসল করে দেখানোর জন্য সেখানে নির্মাতাকে কোহলির উদ্দেশ্যে বলতে শোনা গিয়েছে, 'একমাত্র কিংবদন্তি বিরাট কোহলিই।' এমনভাবে সেটা বলা হয়েছে যেন তিনি কোহলির সঙ্গে কথা বলছেন। ভিডিওটিতে কোহলিকে আরও বলতে শোনা গিয়েছে, 'আমি পরিষ্কার বলছি, আমি সবচেয়ে কঠিন বোলারদের মোকাবিলা করেছি। সবচেয়ে কঠিন পরিস্থিতিতে ব্যাটিং করেছি। এক দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে এসব করেছি। এটা কেউ নকল করতে পারবে। মাত্র কয়েকটা ভালো ইনিংস খেলে সেটা করা যায় না।'

ওই ডিপফেক ভিডিওতে কোহলি আরও বলেছেন, 'যদি আমি ভুল সিদ্ধান্ত নিই, আমি প্যাভিলিয়নে বসে সারাক্ষণ অপরকে উৎসাহিত করতে হাততালি দিই। ভারতীয় ক্রিকেটে ঈশ্বর আছেন। আর,  তারপরে আমি আছি। এটাই বেঞ্চমার্ক। গিলকে সেই স্তরে পৌঁছনোর জন্য অনেক দূর যেতে হবে।' কোহলিকে নিয়ে ডিপফেক ভিডিও কিন্তু, এটাই প্রথম না। এই বছরের ফেব্রুয়ারিতে, ইন্টারনেটে একটি প্রচারিত ভিডিওয় দেখা গিয়েছে যে, কোহলি 'অ্যাভিয়েটর' নামে এক বেটিং অ্যাপকে সমর্থন করছেন। ওই অ্যাপ ন্যূনতম বিনিয়োগ থেকে উল্লেখযোগ্য আয়ের প্রতিশ্রুতি দিচ্ছিল। পরে, কোহলি ওই ভিডিওর তীব্র সমালোচনা করেন। তাতেই স্পষ্ট হয় যে সেটা ডিপফেক ভিডিও।

Advertisment