Afghanistan and New Zealand, Greater Noida Stadium: গ্রেটার নয়ডার শহিদ বিজয় সিং পথিক ক্রিকেট স্টেডিয়ামের ক্যাটারিং পরিষেবা নিয়ে উঠল বিরাট অভিযোগ। সমস্ত স্বাস্থ্যবিধি ব্যবস্থা ভঙ্গ করে এই স্টেডিয়ামে খেলোয়াড়দের খাবারদাবারের বাসন পরিষ্কার করা হত ইউরিনাল রুমের বেসিনে। ঘটনাটি মঙ্গলবার ক্যামেরায় ধরাও পড়েছে। আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে একমাত্র টেস্ট গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টির জন্য খারাপ আউটফিল্ডের কারণে হতে পারেনি। তার মধ্যেই ধরা পড়েছে এই ভয়ংকর ছবিটা।
এই স্টেডিয়ামে ১১টি সাদা-বলের ম্যাচ (একদিনের এবং টি-২০ আন্তর্জাতিক মিলিয়ে) আয়োজিত হয়েছে। কিন্তু, গত কয়েকদিন ধরে ক্রমাগত বৃষ্টির কারণে খেলার অযোগ্য হয়ে উঠেছে এখানকার মাঠ। যার জেরে খেলার প্রথম দুই দিন পরিত্যক্ত বলে ঘোষিত হয়েছে। এর প্রেক্ষিতেই স্টেডিয়ামের পরিস্থিতি কঠোর নিরীক্ষার মুখোমুখি হয়েছে। গ্রেটার নয়ডা মাঝে মধ্যে ব্যাপক বৃষ্টিপাতের সাক্ষী হয়েছে। কিন্তু, এখানে খেলার মাঠ রক্ষা করার জন্য কোনও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। বড় বড় কর্দমাক্ত ও নোংরা আউটফিল্ড খেলোয়াড়দের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
পাশাপাশি, ম্যাচ কভার করতে যাওয়া সংবাদকর্মীদের জন্য ভেন্যুতে যথেষ্ট সুযোগ-সুবিধা না থাকার বেশ কয়েকটি অভিযোগ উঠেছে। পাঁচটি সুপার সপার ছাড়াও ২০-২৫ জন গ্রাউন্ডস্টাফকে পরিস্থিতির সঙ্গে লড়াই করতে দেখা গিয়েছে। তা সত্ত্বেও, মাঠ শুকানোর কোনও সম্ভাবনা লক্ষ্য করা যায়নি। জানা গিয়েছে যে, মাঠ ঢেকে রাখার জন্য ব্যবহৃত কভারগুলো স্থানীয় তাঁবুঘর থেকে ভাড়া নেওয়া হয়েছে। এইভাবে একটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং সঠিক পরিকল্পনার অভাব স্টেডিয়াম সম্পর্কে বিভিন্ন মহলে বিরূপ ধারণার জন্ম দিয়েছে। এই পরিস্থিতিতে স্টেডিয়ামের সঠিক নিষ্কাশন ব্যবস্থার অনুপস্থিতিও বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে।
আরও পড়ুন- রোহিতদের বিপক্ষে নামার আগেই সাকিবের 'ওয়ার্নিং' ভারতকে! বল হাতে ঝাঁজ বুঝিয়ে পরোক্ষে বার্তা
এর আগে ম্যাচের প্রথম দিনে, খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার আগে পিচ এবং গ্রাউন্ড পরিদর্শন করেছেন বিশেষজ্ঞরা। আধিকারিকরা দিনের খেলা পরিত্যাগ করার সিদ্ধান্ত নেওয়ার আগে যথাক্রমে দুপুর ১২টা এবং দুপুর ৩টে নাগাদ দু'বার সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করেছেন। এরপর আফগানিস্তান ক্রিকেট বোর্ড মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, 'আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় দিনের খেলাও ভেজা আউটফিল্ডের কারণে আয়োজন করা যায়নি। খেলাটি আজকে আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু গতকাল রাতে আবার বৃষ্টি হয়েছে। ভেজা মাঠের জন্য খেলা আয়োজন আর সম্ভব হয়নি।'