Advertisment

Babar Azam-Jasprit Bumrah: শেষ ওভারে ডিফেন্ড করতে হবে ১০ রান! বুমরাকে বোলিংই দেবেন না বাবর, আজব যুক্তি পাক ক্যাপ্টেনের

Jasprit Bumrah vs Naseem Shah: জানুয়ারিতে পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে ১-৪ ব্যবধানে হেরে গিয়েছে। তারপরই ফাস্ট বোলার শাহিন শাহকে সরিয়ে ফের বাবর আজমের ঘাড়েই টি-২০ দলের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

author-image
IE Bangla Sports Desk
New Update
Babar Azam, Jasprit Bumrah

Babar Azam-Jasprit Bumrah: বাবর আজম (বাঁ দিকে), (ডানদিকে) জসপ্রিত বুমরাহ। (ছবি- টুইটার ও ইনস্টাগ্রাম)

Babar Azam viral podcast: শেষ ওভারে ১০ রান বাঁচাতে হবে। এই পরিস্থিতিতে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বোলারের তালিকায় থাকা জসপ্রিত বুমরার নামটাই বাদ দিলেন বাবর আজম। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁকে টি-২০ বিশ্বকাপের মাস দুয়েক আগে অধিনায়ক নির্বাচিত করেছে। তারপরই বাবর আজম এমন আজব মন্তব্য করেছেন।

Advertisment

বাবর আজমের আগে তাদের সাদা বলের টুর্নামেন্টের জন্য অধিনায়ক হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড শাহিন শাহ আফ্রিদিকে দায়িত্ব দিয়েছিল। কিন্তু, জানুয়ারিতে পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে ১-৪ ব্যবধানে হেরে গিয়েছে। তারপরই ফাস্ট বোলার শাহিন শাহকে সরিয়ে ফের বাবর আজমের ঘাড়েই টি-২০ দলের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সেই বাবর আজমকেই টিভিতে পডকাস্টের এক পর্বে প্রশ্ন করা হয়েছিল, তিনি অধিনায়ক। তাঁকে দলের ফাইনালে ১০ রান বাঁচাতে হবে। বোলার হিসেবে তিনি কাকে বেছে নেবেন- নাসিম শাহ না জসপ্রিত বুমরাহ। জবাবে আজম জানিয়েছেন, অবশ্যই নাসিম শাহকে। এই ব্যাপারে বাবরের যুক্তি, 'শাহিন শাহ আফ্রিদির মত অন্যরাও আছেন। শাহিন ওঁর নিজের স্তরে আছে। কিন্তু, নাসিম অনেক অভিজ্ঞ। যেভাবে ও চোটের পর ক্রিকেটে ফিরেছে, ও ব্যতিক্রমী! আমি পাকিস্তানে এরকম প্রতিভা খুব একটা দেখি না।'

যে বুমরাহকে কার্যত উড়িয়ে দিয়ে বাবর আজম নাসিম শাহের হয়ে সওয়াল করেছেন, সেই জসপ্রিত বুমরাহ আবার ডেথ-ওভার স্পেশালিস্ট বলে বিশ্ব ক্রিকেটে সম্মানিত। বলা হয়ে থাকে যে, বুমরাহর ইয়র্কার বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ভয়ংকর বলগুলোর অন্যতম। সেই বুমরাহকে বাদ দিয়ে বাবর কার্যত বুঝিয়ে দিয়েছেন তিনি এখন আসন্ন টি-২০ বিশ্বকাপ নিয়েই ভাবছেন। আর, সেখানে বুমরাহ নয় তাঁর হাতে নাসিম শাহ এবং শাহিন শাহ আফ্রিদিরাই থাকবেন। তাঁদের নিয়েই তাঁকে চলতে হবে। সেই কারণে বিশ্ব ক্রিকেট যাই বলুক না-কেন, ঘরের ছেলের প্রশংসা করে তাঁকে উজ্জীবিত রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে।

আরও পড়ুন- ২৬ রান, ৩ ক্যাচ মিস, ৩ ছক্কা! IPL-এর শ্বাসরুদ্ধকর ফাইনাল ওভার হার মানাল সব থ্রিলার, দেখুন ভিডিও

বাবরের এই বুদ্ধির জন্যই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি বলেছেন, 'নির্বাচক কমিটি সর্বসম্মত সুপারিশের ভিত্তিতেই বাবর আজমকে একদিনের এবং টি-২০ দলের অধিনায়ক নিযুক্ত করেছে।' তবে, বাবর অবশ্য তাঁর পদ নিয়ে রীতিমতো আশঙ্কায় আছেন বলেই পাকিস্তানি মিডিয়া সূত্রে খবর। সেখানে বলা হয়েছে, পিসিবি প্রধানের সঙ্গে বৈঠকে বাবর তাঁর অধিনায়ক পদের মেয়াদ সম্পর্কে আশ্বাস চেয়েছেন। পাশাপাশি, তাঁকে পাকিস্তান টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক করার দাবিও জানিয়েছেন।

pakistan Pakistan Cricket T20 Jasprit Bumrah T20 World Cup Pakistan Cricket Team Babar Azam
Advertisment