Advertisment

কেরিয়ারই হয়ত খতম! KKR-এর প্রাক্তন তারকার বোলিং-ই নিষিদ্ধ করল জয় শাহের বোর্ড

আইপিএলের নিলামের আগেই বড় আপডেট এল সরাসরি

author-image
IE Bangla Sports Desk
New Update
Joy Shah and KKR

কেকেআর এবং বোর্ড সচিব জয় শাহ (টুইটার)

ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন কাদের রয়েছে, তাদের তালিকা তৈরি করেছে বিসিসিআই। সাতজনের সেই তালিকাতেই 'জায়গা পেয়ে গিয়েছিলেন' উদীয়মান তারকা চেতন সাকারিয়া। তোলপাড় পড়ে গিয়েছিল ঘরোয়া ক্রিকেট মহলে। সাকারিয়াকে নিষিদ্ধ না করা হলেও সংশ্লিষ্ট আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে বিষয়টি নিয়ে অবহিত করে দেওয়া হয়েছে। এমনটাই চাওর হয়ে গিয়েছিল।

Advertisment

কেরিয়ারের একদম শুরুর পর্যায়ে রয়েছে সাকারিয়া। জাতীয় দলের হয়ে অভিষেকও হয়ে গিয়েছে। খেলেছেন একটা ওয়ানডে এবং দুটো টি২০। আইপিএলে ১৯টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তরুণ এই তারকার। এমন অবস্থায় এমন খবর তাঁকে মানসিকভাবে ধ্বস্ত করে দিতে পারে।

ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের তালিকায় কীভাবে জায়গা পেলেন সাকারিয়া, তা প্রাথমিকভাবে তাঁর বা তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছে স্পষ্ট ছিল না বিষয়টি। ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেন সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার হয়ে। সেই সংস্থার আধিকারিকদের কাছেও এই রিপোর্টের বিস্তারিত ছিল না। তাঁরাই যোগাযোগ করেন বোর্ডের সঙ্গে। তাঁদের জানানো হয়, পুরোটাই ভুল বোঝাবুঝি থেকে উদ্ভূত। ক্রিকবাজ-কে পুরো বিষয়টি জানিয়েছেন সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার সচিব জয়দেব শাহ, "এটা ভুল বোঝাবুঝি থেকে ঘটেছে। চেতন এই তালিকায় কখনই ছিল না। একই নামের এক কর্ণাটকি বোলার ছিলেন এই তালিকায়। আইপিএল-ও পুরো বিষয়টি দেখছে। ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দেওয়া হয়েছে পুরো ঘটনা।"

বোর্ডের তরফে নাকি একাধিক প্রচারমাধ্যমে স্পষ্ট করা হয়েছে, তাঁকে নিষিদ্ধ বা সন্দেহজনক অ্যাকশনের তালিকাভুক্ত করা হচ্ছে না। পিঠে চোট সারিয়ে উঠছেন তিনি। দিল্লি ক্যাপিটালস থেকে তাঁকে রিলিজ-ও করে দেওয়া হয়েছে। আপাতত তিনি সৌরাষ্ট্র ক্যাম্পে রয়েছেন। রঞ্জিতেও খেলতে পারেন তিনি।

সাকারিয়া ছাড়া সন্দেহজনক বোলিং অ্যাকশনের তালিকায় রয়েছেন তনুশ কোটিয়ান (কেরালা), রোহন কুনাম্মল (কেরালা), চিরাগ গান্ধী (সৌরাষ্ট্র), সালমান নিজার (কেরালা), সৌরভ দুবে (বিদর্ভ), অর্পিত গুলেরিয়া (হিমাচল প্রদেশ)। তাঁদের বলে দেওয়া হয়েছে, বোলিং অ্যাকশন পরিমার্জন করতে হবে। নাহলে ভবিষ্যতে নিষিদ্ধ তালিকায় ফেলা হতে পারে তাঁদের।

আরও পড়ুন- ধুন্ধুমার ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে রবিবার-ই! কোথায়, কখন, কোন চ্যানেলে দেখবেন

কর্ণাটকের দুই তারকা মনীশ পান্ডে এবং কেএল শ্রীজিথকে বোলিং করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মনীশ পান্ডে টিম ইন্ডিয়া ক্রিকেট সার্কিটে ভীষণই পরিচিত মুখ। দেশের ২৯টি ওয়ানডে, ৩৯টি টি২০ খেলেছেন। একদিনের ক্রিকেটে একটি সেঞ্চুরির পাশাপাশি দুটো হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। টি২০'তে টিম ইন্ডিয়ার জার্সিতে রয়েছে তিন-তিনটে অর্ধশতক। আইপিএলে দীর্ঘ দেড় দশক ধরে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, কেকেআর, মুম্বই ইন্ডিয়ান্স, আরসিবি, লখনৌ সুপার জায়ান্টস, পুনে ওয়ারিয়ার্স, দিল্লি ক্যাপিটালসের হয়ে। কেকেআরের তিন সিজন খেলেছেন। তবে এবার মরশুম শুরুর আগেই বিপদে পড়ে গেলেন তারকা।

দুবাইয়ে ১৯ ডিসেম্বর আইপিএলের নিলাম বসছে। তাঁর আগে নিষিদ্ধ এবং সন্দেহজনক বোলিং অ্যাকশন যাঁদের রয়েছে সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের, যাতে নিলামের আগে তাঁরা সমস্ত ক্রিকেটারের বিষয়ে অবহিত থাকে।

KKR BCCI joy Shah Jay Shah
Advertisment