Advertisment

Rinku Singh: পন্থের জায়গায় এবার রিঙ্কু সিং! বাংলাদেশের বিরুদ্ধে ভারতের স্কোয়াড ঘোষণার পরেই কপাল খুলল নাইট তারকার

Rinku Singh in Duleep Trophy: দলীপ ট্রফিতে প্রথম পর্বের ম্যাচের শেষে জাতীয় দলে যোগ দিচ্ছেন একাধিক তারকা। ইন্ডিয়া বি দলে ঋষভ পন্থের জায়গায় ডেকে নেওয়া হল রিঙ্কু সিংকে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rinku Singh, Rishabh Pant, রিংকু সিং, ঋষভ পন্থ,

Rinku Singh-Rishabh Pant: ভারতীয় দলের দুই স্তম্ভ রিংকু সিং (বামদিকে) ও ঋষভ পন্থ। (ছবি- টুইটার)

Duleep Trophy, Rinku Singh: দলীপ ট্রফিতে প্রথম পর্বের ম্যাচের শেষে জাতীয় দলে যোগ দিচ্ছেন একাধিক তারকা। ইন্ডিয়া বি দলে ঋষভ পন্থের জায়গায় ডেকে নেওয়া হল রিঙ্কু সিংকে। তিনি দলীপ ট্রফি ২০২৪-এর দ্বিতীয় রাউন্ডে ইন্ডিয়া বি-তে ঋষভ পন্থের পরিবর্তে দলে ঢুকলেন। দ্বিতীয় রাউন্ড ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। তার আগে ১০ সেপ্টেম্বর, মঙ্গলবার বিসিসিআই (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড) ঘোষণা করেছে যে দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের জন্য স্টার ব্যাটার রিংকু সিংকে ভারত বি দলে যুক্ত করা হয়েছে। প্রথম রাউন্ড রিংকুর জায়গায় খেলেছেন ঋষভ পন্থ। তাঁকে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য ছাড়তে বাধ্য হয়েছেন নির্বাচকরা। এটাই লাল বলের ক্রিকেটে পন্থের প্রত্যাবর্তন হতে চলেছে।

Advertisment

প্রথম রাউন্ডের খেলায় প্রথম ইনিংসে মাত্র সাত রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪৭ বলে ৬১ রান করেন পন্থ। ওপেনার যশস্বী জয়সওয়ালের সঙ্গে তাঁকেও বাংলাদেশ টেস্টের স্কোয়াডের জন্য দলীপ ট্রফি থেকে বাদ দেওয়া হয়েছে। যশস্বীর জায়গায় দলীপ ট্রফিতে ঢুকেছেন সুয়শ প্রভুদেশাই। বাঁহাতি পেসার যশ দয়াল যিনি তাঁর প্রথম ভারতে বাংলাদেশ-টেস্টে ডাক পেয়েছেন তিনিও প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে অংশ নেবেন না। ভারত এ-এর বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে দয়াল ভালো খেলেছিলেন। তিনি দ্বিতীয় ইনিংসে ৮৯ রানে চার উইকেট নিয়েছেন। 

ইন্ডিয়া বি তাদের অভিযানে ইতিমধ্যেই জয় পেয়েছে। তারা ভারত এ-কে ৭৬ রানে পরাজিত করেছে। মুশির খান তাঁর দলীপ ট্রফির অভিষেক ম্যাচে ব্যাট হাতে প্রথম ইনিংসে অসাধারণ ১৮১ রান করেছেন। তিনি ভারত বি-কে ৭ উইকেটে ৯৪-এর এক অনিশ্চিত পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন। মুশির ছাড়াও স্পিডস্টার আকাশ দীপও তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য খবরের শিরোনামে। তিনি ভারত এ-এর হয়ে দ্বিতীয় ইনিংসে ৪৩ রান করেছেন।

ইতিমধ্যে, বিসিসিআই ভারত এ থেকে শুভমান গিল, কেএল রাহুল, ধ্রুব জুরেল, কুলদীপ যাদব এবং আকাশ দীপকেও ছেড়ে দিয়েছে। কারণ তাঁরাও বাংলাদেশ সিরিজের জন্য ভারতীয় দলে যোগ দেবেন। অলরাউন্ডার অক্ষর প্যাটেলও একই কারণে ইন্ডিয়া ডি ছেড়ে গিয়েছেন। তাঁর জায়গায় দলে ঢুকেছেন নিশান্ত সিন্ধু। প্যাটেল প্রথম রাউন্ডে ব্যাট এবং বল উভয়েই অসাধারণ পারফরম্যান্স করেছেন। তিনি প্রথম ইনিংসে ৮৬ রান করেছেন এবং তিনটি উইকেটও নিয়েছেন।

আরও পড়ুন- দলীপে দুরন্ত খেলার পুরস্কার, মুশিরকে বিরাট পুরস্কার দিতে চলেছে বিসিসিআই

ইন্ডিয়া এ আপডেটেড স্কোয়াড: মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), রিয়ান পরাগ, তিলক ভার্মা, শিবম দুবে, তনুশ কোতিয়ান, প্রসিধ কৃষ্ণ, খলিল আহমেদ, আভেশ খান, কুমার কুশাগ্র, শাশ্বত রাওয়াত, প্রথম সিং, অক্ষয় ওয়াড়েকর, এসকে রশিদ, শামস মুলানি, আকিব খান

ইন্ডিয়া বি আপডেটেড স্কোয়াড: অভিমন্যু ইশ্বরন (অধিনায়ক), সরফরাজ খান, মুশির খান, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, নবদীপ সাইনি, মুকেশ কুমার, রাহুল চাহার, আর সাই কিশোর, মোহিত অবস্থি, এন জগদীসান (উইকেটরক্ষক), সুয়শ প্রভুদেশাই, রিংকু সিং, হিমাংশু মন্ত্রী 

Rinku Singh Rishabh Pant Indian Cricket Team Duleep Trophy
Advertisment