Advertisment

India's T20 World Cup squad: বিশ্বকাপের স্কোয়াডে নিশ্চিত বুমরা, টিম ইন্ডিয়ায় সুযোগের অপেক্ষায় নাইট তুর্কি, জমে গেল লড়াই

T20 World Cup 2024: এর আগে টি-২০ বিশ্বকাপ হয়েছিল ২০২২-এ। বুমরাহ ছিলেন না। মহম্মদ শামি সেই বার ভারতীয় পেস আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন। এবার সেই জায়গায় নেতৃত্ব দেবেন বুমরাহ।

author-image
IE Bangla Web Desk
New Update
T20 World Cup 2024: জসপ্রিত বুমরাহ, টিম ইন্ডিয়া

India's T20 World Cup squad: জুনেই শুরু টি-২০ বিশ্বকাপ। (ছবি- আইপিএল ওয়েবসাইট এবং ইনস্টাগ্রাম)

T20 World Cup 2024 India Probable Squad: জসপ্রিত বুমরাহকে ছাড়া ভারতীয় দল ভাবাই যায় না। ভারতীয় পেস বোলিংয়ের স্তম্ভ বুমরাহ তাই নিশ্চিতরূপেই জায়গা পেতে চলেছেন আসন্ন টি-২০ বিশ্বকাপে। আইপিএল মিটলে, জুনেই শুরু হবে টি-২০ বিশ্বকাপ। এবার আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায়। সেখানে বুমরাহ নিশ্চিত হলেও পেস বোলারের বাকি দুই স্থানের জন্য দেশের ছয় তরুণ পেসারকে ইতিমধ্যে পছন্দ হয়েছে নির্বাচকদের। সম্ভবত তাঁদের মধ্যে থেকেই দুই পেসারকে বাছা হবে টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে।

Advertisment

স্কোয়াডে মোট ১৫ খেলোয়াড় থাকবেন। তার মধ্যে বুমরাহকে বাদ দেওয়ার কোনও জায়গাই নেই। কারণ, বিদেশি দলই হোক বা ভারতীয়। বুমরাহর পারফরম্যান্স এতটাই অনবদ্য যে যেকোনও দলে জায়গা পেতে পারেন অনায়াসে। তবে, এখনও সব শূন্যস্থান পূরণ হয়নি। আইপিএল শেষ হওয়ার আগেই দল বেছে নিতে চান নির্বাচকরা। যাতে খেলোয়াড়দের একসঙ্গে পাওয়া যায়। আর, কারও চোট-আঘাত থাকলে দ্রুত তাঁর বদলি কাউকে নেওয়া যায়। যেমন- মহম্মদ শামিই তো চোটের জন্য এবারের আইপিএল খেলতে পারলে না। টি-২০ বিশ্বকাপেও একই কারণে তাঁর খেলা হবে না।

ওপেনার পজিশন নিয়েও টিম ম্যানেজমেন্ট চিন্তায়। সেখানে এক সে এক বড়কর নাম। রুতুরাজ গায়কওয়াড়, কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল। রোহিত শর্মা তো থাকছেনই। বিরাট কোহলি দলে থাকলে তাঁকে কত নম্বরে নামানো হবে, তা-ও এখনও স্থির করে উঠতে পারেননি। তার মধ্যেই পেসারদের নাম নিয়ে চলছে কাটাছেঁড়া। এর আগে টি-২০ বিশ্বকাপ হয়েছিল ২০২২-এ। বুমরাহ ছিলেন না। মহম্মদ শামি সেই বার ভারতীয় পেস আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন। এবার সেই জায়গায় নেতৃত্ব দেবেন বুমরাহ। এই ব্যাপারে একমত ভারতীয় টিম ম্যানেজমেন্ট তিন মাথা- নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা।

বুমরাহ এবারের আইপিএলে ১৩ উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় এগিয়ে আছেন। লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল এবং ২০২২ টি-২০ দলের সদস্য হর্ষাল প্যাটেলও ১৩টি করে উইকেট পেয়েছেন। তবে, বুমরাহর ইকোনমি রেট বাকিদের তুলনায় অনেক ভালো, ৬.৩৭। আর, চাহাল এবং প্যাটেলের ওভারপ্রতি রেট ৮.৫০ রান।

আরও পড়ুন- চিতাবাঘের হানায় ক্ষতবিক্ষত! কোনওরকমে প্রাণ বাঁচল পাকিস্তানকে হারানোর সেই ঐতিহাসিক ক্রিকেট নায়কের

তবে, আইপিএল শেষ হতে এখনও অনেকটাই দেরি। এই পরিস্থিতিতে বুমরাহর সঙ্গী হিসেবে নির্বাচকদের চোখে ধরা পড়েছেন আরশদীপ সিং। আন্তর্জাতিক ক্রিকেটে আরশদীপের পারফরম্যান্স যথেষ্ট ভালো। এবারের আইপিএলে এখনও পর্যন্ত পেয়েছেন ১০টি উইকেট। পার্পল ক্যাপের তালিকায় আছেন ১৩ নম্বরে। তবে, নতুন বলে ভালো পারফরম্যান্স এবং প্রতি ওভারে ৯.৪০ রান দেওয়ায় আরশদীপ বাকিদের চেয়ে এগিয়ে। দিল্লি ক্যাপিটালসের খলিল আহমেদকেও নির্বাচকদের বেশ পছন্দ। খলিলের ইকোনমি রেট আরশদীপের চেয়ে ভালো, ৯.০৩। কিন্তু, আরশদীপের আবার স্ট্রাইক রেট ভালো। সেটাই এখনও পর্যন্ত তাঁর পক্ষে যাচ্ছে। কেকেআরের রিংকু সিং-ও সুযোগ পাওয়ার তালিকায় এগিয়ে আছেন।

cricket BCCI Cricket World Cup Cricket News T20 Indian Cricket Team Jasprit Bumrah Indian Team T20 World Cup
Advertisment