Advertisment

খেলরত্ন ও অর্জুনের মনোনয়ন বাতিল হয়ে গেল ভাজ্জি-দ্য়ুতির

ভারতের সিনিয়র ক্রিকেটার হরভজন সিং মনোনীত হয়েছিলেন খেলরত্নের জন্য়। অন্য়দিকে অ্যাথলিট দ্য়ুতি চাঁদ পেয়েছিলেন অর্জুন পুরস্কারের মনোনয়ন। কিন্তু দু'জনের মনোনয়নই বাতিল হয়ে গেল শুধু মাত্র তাঁদের রাজ্য়ের গাফিলতির জন্য়।

author-image
IE Bangla Web Desk
New Update
Sports Ministry rejects nominations of Dutee Chand for Arjuna Award and Harbhajan Singh for Khel Ratna

খেলরত্ন ও অর্জুনের মনোনয়ন বাতিল হয়ে গেল ভাজ্জি-দ্য়ুতির

ভারতের সিনিয়র ক্রিকেটার হরভজন সিং মনোনীত হয়েছিলেন খেলরত্নের জন্য়। অন্য়দিকে অ্যাথলিট দ্য়ুতি চাঁদ পেয়েছিলেন অর্জুন পুরস্কারের মনোনয়ন। কিন্তু দু'জনের মনোনয়নই বাতিল হয়ে গেল শুধু মাত্র তাঁদের রাজ্য়ের গাফিলতির জন্য়।

Advertisment

এমনটাই রিপোর্ট সংবাদসংস্থা এএনআই-এর। কারণ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পার করে গিয়েছে পাঞ্জাব এবং ওড়িশা। এমনকী দ্য়ুতির পদকেরও র‌্যাঙ্কিংয়ও ক্রমানুসারে ছিল না।

হরভজনের খেলরত্নের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল গত ৩০ এপ্রিল। সেখানে পাঞ্জাব সরকার তার দু'মাস পর পাঠিয়েছে। এএনআই-এর রিপোর্টে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) বলেছে যে, অ্য়াথলেটিকস ফেডারেশন অফ ইন্ডিয়া (এএফআই) র‌্যাঙ্কিংয়ের যে ক্রম দিয়েছিল সেখানে দ্যুতি পাঁচে ছিল। এ কারণেও তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়।

আরও পড়ুন: চন্দ্রাভিযান নিয়ে ভাজ্জির ‘সাম্প্রদায়িক’ টুইট, বিতর্কের ঝড় সোশাল মিডিয়ায়

 

দ্য়ুতি বলছেন যে, তিনি ওড়িশার মুখ্য়মন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, "আমি মুখ্য়মন্ত্রীর নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করেছি। ওনাকে নাপোলিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে পাওয়া আমার সোনার পদকটি দেখিয়েছি। আমি অনুরোধ করেছি ফের যেন আমার মনোনয়ন পাঠানো হয়। উনি আমাকে আশ্বস্ত করেছেন যে, অর্জুনের জন্য় ফের আমার মনোনয়ন পাঠাবেন। বলেছেন এসব নিয়ে যেন আমি চিন্তা না-করি। আগামী প্রতিযোগিতাগুলোয় মনোযোগ দিতে বলেছেন। আমার এখনও অর্জুন হাতছাড়া হয়নি। নির্বাচন আর সাইক্লোন ফণির জন্য় আমার মনোনয়ন জমা দিতে দেরি হয়ে যায়।"

Harbhajan Singh
Advertisment