Advertisment

Shikhar Dhawan joins Legends League: অবসরের ঠিক দু-দিন পরেই মাঠে ফেরার ঘোষণা ধাওয়ানের, খেলবেন এই দলের হয়ে

Shikhar Dhawan announces retirement: অবসর নিয়েও ইউটার্ন শিখরের, জানালেন এবার খেলবেন এই দলের হয়ে

author-image
IE Bangla Sports Desk
New Update
Shikhar Dhawan, Retirement, শিখর ধাওয়ান, অবসর,

Shikhar Dhawan-Retirement: ক্রিকেট দুনিয়ায় 'গব্বর' নামে পরিচিত ধাওয়ান। (টুইটার)

Shikhar Dhawan LLC: ভারতের প্রাক্তন ওপেনার ব্যাটসম্যান শিখর ধাওয়ান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সোমবার (২৬ আগস্ট) লিজেন্ডস লিগ ক্রিকেটে (LLC) যোগ দিয়েছেন। ৩৮ বছর বয়সি বাঁ-হাতি ব্যাটসম্যান, শনিবারই (২৪ আগস্ট) অবসরের কথা ঘোষণা করেছেন। তিনি এখন আইপিএলের বাইরেও টি২০ লিগে অংশ নিতে পারবেন। ধাওয়ান ভারতের হয়ে ৩৪টি টেস্ট, ১৬৭টি একদিনের ম্যাচ এবং ৬৮টি টি২০ ম্যাচ খেলেছেন। মোট ১২,২৮৬ আন্তর্জাতিক রান করেছেন। এবছর সেপ্টেম্বরে আয়োজন করা হবে লিজেন্ডস লিগ ক্রিকেট।

Advertisment

ধাওয়ান যা বলেছেন

লিজেন্ডস লিগ ক্রিকেটে (LLC) যোগদানের বিষয়ে শিখর ধাওয়ান বলেছেন, 'আমার শরীর এখনও খেলার জন্য প্রস্তুত। আমি এই সিদ্ধান্ত নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছি। কারণ, ক্রিকেট আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমি ক্রিকেটকে কখনও ছাড়তে পারব না। আমি আমার ক্রিকেট জগতের বন্ধুদের সঙ্গে পুনরায় সম্পর্ক গড়ে তুলতে এবং ক্রিকেট অনুরাগীদের বিনোদন দেওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমরা এবার একসঙ্গে অনেক নতুন স্মৃতি তৈরি করব।'

শিখর ধাওয়ানের কেরিয়ার

শিখর ধাওয়ান ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। একদিনের ক্রিকেটে তাঁর রানের গড় ৪৪.১। স্ট্রাইক রেট ৯১.৩৫। করেছেন ৬,৭৯৩ রান। ৬৮ টি২০ ম্যাচে তাঁর রানের গড় ২৭.৯। স্ট্রাইক রেট ১২৬.৪। করেছেন ১,৭৫৯ রান। আইপিএলে তিনি ২২১ ইনিংসে ৩৫.২ গড়ে এবং ১২৭.১ স্ট্রাইক রেটে ৬,৭৬৯ রান করেছেন।

কী বললেন রমন রাহেজা

লিজেন্ডস লিগ ক্রিকেটের সহ-প্রতিষ্ঠাতা রমন রাহেজা ধাওয়ানকে লিগে স্বাগত জানিয়ে বলেছেন, 'শিখর ধাওয়ানকে আমাদের সঙ্গে পেয়ে আমরা রোমাঞ্চিত। তাঁর অভিজ্ঞতা এবং ক্রিকেটীয় মেজাজ নিঃসন্দেহে এই টুর্নামেন্টকে এগিয়ে নিয়ে যাবে। ভক্তদের বিনোদন দেবে। আমরা তাঁকে পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। অন্যান্য সেরা খেলোয়াড়দের সঙ্গে তাঁকে পাওয়ায় আমরাই শক্তিশালী হব।'

আরও পড়ুন- ভারতীয় কানেকশনেই বাংলাদেশ হারাল পাকিস্তানকে! বিরাট রহস্য ফাঁস করে তুলোধোনা রামিজ রাজার

অনেক ক্রিকেট সুপারস্টার লিজেন্ডস লিগ ক্রিকেটের সঙ্গে যুক্ত

অবসরের পর অনেক ক্রিকেট সুপারস্টারই লিজেন্ডস লিগ ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন অ্যারন ফিঞ্চ, মার্টিন গাপটিল এবং হাশিম আমলার মতো খেলোয়াড়। তাঁরা অবসরের পরপরই লিজেন্ডস লিগে যোগ দিয়েছিলেন। লিজেন্ডস লিগ ক্রিকেটের পরবর্তী মরশুম ২০২৪ সালের সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে। সেখানে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের খেলতে দেখা যাবে। ধাওয়ানের অংশগ্রহণ সেখানে অনেক দর্শকেরই মনোযোগ আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। কারণ, ভক্তদের অনেকেই তাঁকে আবার মাঠে দেখতে চান।

cricket IPL Cricket News Shikhar Dhawan
Advertisment