Year ender Sports 2024: ২০২৪ প্রায় শেষ হতে চলল। এই বছর ভারতীয় ক্রীড়াক্ষেত্রে যুগান্তকারী। ২০২৪ সালেই ১৩ বছর পর ভারত আইসিসি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। প্যারিসে প্যারাঅলিম্পিক গেমসে ঐতিহাসিক পারফরম্যান্স করেছে। ভারতীয় মহিলা হকি দল রেকর্ড করে তৃতীয়বারের মত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। এছাড়াও ক্রীড়াক্ষেত্রে আরও বহু সাফল্য এই বছরই ভারত পেয়েছে।
২০২৪ টি২০ বিশ্বকাপ
রোহিত শর্মার নেতৃত্বে, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত ২০২৪ টি২০ বিশ্বকাপ জিতেছে। ২০২৩ একদিনের বিশ্বকাপের ফাইনালে হেরেছিল ভারত। সেই যন্ত্রণা যেন এর ফলে কিছুটা হলেও হ্রাস হয়েছে। 'দ্য মেন ইন ব্লু' রোমাঞ্চকর এক ম্যাচে ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল। কড়া প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে ৭ রানের ব্যবধানে ফাইনালে জিতেছে। এর ফলে ভারত দ্বিতীয় টি২০ বিশ্বকাপের শিরোপা পেল। এই জয় ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ১১ বছর পর ভারতের প্রথম আইসিসি ট্রফি জেতা। ২০১১ একদিনের বিশ্বকাপের ১৩ বছর পরে ভারতের প্রথম বিশ্বকাপ শিরোপা জয়।
প্যারিস অলিম্পিক ২০২৪
প্যারিস অলিম্পিকে ভারতের বেশ কয়েকজন ক্রীড়াবিদ অসাধারণ পারফরম্যান্স করেছেন। যা সংবাদ শিরোনামে উঠে এসেছে। মনু ভাকের ভারতের প্রথম পদক, শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরি করেছেন। তিনি অলিম্পিক শ্যুটিংয়ে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলার স্বীকৃতি পেয়েছেন। পরে তিনি সরবজোত সিংয়ের সঙ্গে মিক্সড টিমে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে দ্বিতীয় ব্রোঞ্জও জয় করেছেন। অলিম্পিকে খেলাধূলায় ভারতের সর্বকালের সেরা পারফরম্যান্স করে স্বপ্নিল কুসলে শ্যুটিংয়ে তৃতীয় পদক এনেছেন। ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ জিতেছে। ২০২০ টোকিও অলিম্পিকে পুনরাবৃত্তি ঘটিয়েছে। নীরজ চোপড়া জ্যাভলিনে রুপো জিতেছেন। ব্যক্তিগত বিভাগে ভারতের সবচেয়ে সফল অলিম্পিয়ান হয়ে উঠেছেন নীরজ। আমান সেহরাওয়াতও কুস্তিতে ব্রোঞ্জ এনেছেন। ভারতের সর্বকনিষ্ঠ অলিম্পিক পদকজয়ী হিসেবে ইতিহাস গড়েছেন। তবে লক্ষ্য সেন, মীরাবাই চানুর ব্যর্থতা, ঐতিহাসিক ফাইনালের আগে ভিনেশ ফোগতের অযোগ্য হয়ে যাওয়ার মত ছ'টি ব্যর্থতা ভারতবাসীকে বেদনাও দিয়েছে।
প্যারিস প্যারা অলিম্পিকে ভারতের সাফল্য
ভারতীয় দল প্যারিস প্যারা অলিম্পিকে সর্বকালের সেরা পারফরম্যান্স করেছে। মোট ২৯টি পদক জিতেছে। চার বছর আগে টোকিওতে ভারত ১৯টি পদক জিতেছিল। এবারের পদক তালিকায় রয়েছে অ্যাথলেটিক্সে ১৭টি, ব্যাডমিন্টনে ৫টি, শুটিংয়ে ৪টি, তিরন্দাজিতে ২টি এবং জুডোতে ১টি পদক। উল্লেখযোগ্য কৃতিত্বের মধ্যে রয়েছে প্রথম ভারতীয় মহিলা হিসেবে অবনী লেখারার দুটি সোনা জয়। ধরমবীর এবং পার্ণভ সুরমা অ্যাথলেটিক্সে ইতিহাস গড়ে সোনা ও রুপো পেয়েছেন। সুমিত অ্যান্টিল একটি নতুন প্যারালিম্পিক রেকর্ড করেছেন। সঙ্গে জ্যাভলিনে শিরোপা জিতেছেন। মারিয়াপ্পান থাঙ্গাভেলু প্রথম ভারতীয় যিনি টানা তিনটি প্যারালিম্পিকে পদক জিতলেন। প্রীতি পাল প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক ইভেন্টে পদক জিতে ইতিহাস গড়েছেন। তিরন্দাজিতে শীতল দেবী ভারতের সর্বকনিষ্ঠ প্যারালিম্পিক পদকজয়ী হয়েছেন। হরবিন্দর সিং দেশের প্রথম প্যারালিম্পিক তিরন্দাজ হিসেবে সোনা জিতেছেন।
ডি গুকেশ
সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন ডোমমারাজু গুকেশ। মাত্র ১৮ বছর বয়সে সর্বকনিষ্ঠ বিশ্বদাবা চ্যাম্পিয়ন হয়ে তিনি ইতিহাস তৈরি করেছেন। ভারতীয় গ্র্যান্ডমাস্টার সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২০২৪ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ১৪তম এবং চূড়ান্ত রাউন্ডে চিনের বর্তমান চ্যাম্পিয়ন ডিং লিরেনকে পরাজিত করেছেন। গুকেশ রুশ কিংবদন্তি গ্যারি কাসপারভের রেকর্ড ছাপিয়ে গেছেন। কাসপারভ ১৯৮৫ সালে ২২ বছর বয়সে শিরোপা জিতেছিলেন।
আরও পড়ুন- ফিরে দেখা, বর্ষশেষে ভারতীয় ক্রীড়াজগতের ৫ বিতর্ক
মহিলা হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৪
ভারত মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৪-এ জিতেছে। ভারতীয় হকি দল পুরো টুর্নামেন্ট অপরাজিত ছিল। ফাইনালে চিনকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির মুকুট জিতে নিয়ে ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে দক্ষিণ কোরিয়ার পাশাপাশি ভারতও তিনবার করে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল।