টি২০ ওয়ার্ল্ড কাপের হাইভোল্টেজ ম্যাচ রবিবার। চিরপ্রতিদ্বন্দি ভারত-পাক মহারণ আর ৭২ ঘন্টা পরেই। তবে ব্লকবাস্টার দ্বৈরথে বল গড়ানোর আশঙ্কা তীব্র হচ্ছে। আবহাওয়া সূত্রের খবর, বৃষ্টিতে এই ম্যাচ ভেস্তে যেতে পারে। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানানো হচ্ছে।
এমসিজি-তে নব্বই হাজারের কাছাকাছি দর্শক হাজির থাকতে পারেন রবিবার। তবে সেই ম্যাচ নিয়েই চরম আশঙ্কার কথা শোনাচ্ছে অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হচ্ছে, "বৃষ্টির ভালোমত সম্ভবনা রয়েছে। বিশেষ করে বিকেলে। সন্ধের সময় দক্ষিণমুখী বাতাস বইবে ১৫-২৫ কিমি ঘন্টা বেগে।"
আরও পড়ুন: জয় শাহের বোমার পরেই পাল্টা তুবড়ি পাকিস্তানের! ভারতের বিশ্বকাপ বানচাল করার হুমকি PCB-র
শুধুমাত্র ভারত-পাক মেগা দ্বৈরথ নয়, অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে সিডনিতে। সেই ম্যাচও বৃষ্টিতে ধুয়ে যেতে পারে।
শনিবারের ম্যাচ সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, "৯০ শতাংশ বৃষ্টির সম্ভবনা রয়েছে। বিশেষ করে বিকেল এবং সন্ধের দিকে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তর-পূর্বমুখী হাওয়া বইবে ১৫-২০ কিমি বেগে। সেই হাওয়া গতি সর্বোচ্চ পৌঁছতে পারে ২৫ কিমি পর্যন্ত। দিনের সময় উত্তরমুখী হাওয়া বইবে ঘন্টা প্রতি ১৫-২০ কিমি বেগে।"
পাকিস্তান ম্যাচে নামার আগে ভারতের ওয়ার্ম আপ খেলা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। ব্রিসবেনে সেই ম্যাচে এক বলও খেলা হয়নি অবিরত বৃষ্টিতে। পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচও পুরোপুরি সম্পন্ন করা যায়নি আবহাওয়া বাধ সাধায়।
আরও পড়ুন: প্রশাসনে একদমই অনভিজ্ঞ, জয় শাহকে তুমুল আক্রমণ শাহিদ আফ্রিদির
সুপার-১২ নির্ধারণকারী জোড়া ম্যাচে নামছে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড-জিম্বাবোয়ে। শুক্রবার দুই ম্যাচেই ৬০ শতাংশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃষ্টির কথা মাথায় রেখে বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে রিজার্ভ ডে-র বন্দোবস্ত রয়েছে। তবে গ্রুপ পর্বের ম্যাচে কোনও অতিরিক্ত দিন রাখা হয়নি। নকআউট পর্বে বৃষ্টি থাবা বসালে টুর্নামেন্টের আয়োজকরা কীভাবে সামাল দেয়, সেটাই এখন দেখার।