/indian-express-bangla/media/media_files/2025/04/06/RrHGPUPJeJYMIwypEE0o.jpg)
SRH VS GT IPL 2025 6th April: সানরাইজার্স হায়দরাবাদ খেলছে গুজরাট টাইটানসের বিরুদ্ধে। (ছবি- আইপিএল)
SRH vs GT IPL 2025: Playing XIs, Key Players and Team News of the Clash: রবিবার সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাট টাইটানস ম্যাচে টস জিতে হায়দরাবাদকে ব্যাটিং করতে পাঠিয়েছে গুজরাট। টস হারার পর হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, 'আমরা আগে ব্যাট করতে পেরে খুশি। আমরা আক্রমণাত্মক খেলতে চাই। এটা এমন একটি মাঠ, যেখানে আমরা ব্যাটিং করতে পছন্দ করি। আমাদের সেরা খেলাটা খেলতে হবে। হর্ষল প্যাটেল অসুস্থ থাকার কারণে আজ খেলছেন না। তাঁর জায়গায় দলে এসেছেন জয়দেব উনাদকাট।'
গুজরাট টাইটানসের অধিনায়ক শুভমান গিল বলেছেন, 'আমরা বোলিং করার সিদ্ধান্ত নিয়েছি। উইকেটটা একটু ধীর গতির মনে হচ্ছে, আগের দুই ম্যাচের চেয়ে আলাদা, কারণ এটা কালো মাটির পিচ। তবে সাধারণভাবে এটা ভালো ব্যাটিং উইকেট। আমরা ভালো খেলছি, তাই দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। এখানে আমাদের ভালো স্মৃতি আছে, আমরা খেলা উপভোগ করছি। আজ ওয়াশিংটন দলে এসেছে।
সানরাইজার্স হায়দরাবাদ (SRH):
ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিশন, নীতিশ কুমার রেড্ডি, হাইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), অনিকেত বর্মা, কামিন্দু মেন্ডিস, প্যাট কামিন্স (অধিনায়ক), জিশান আনসারি, জয়দেব উনাদকাট, মোহাম্মদ শামি
গুজরাট টাইটান্স (GT):
সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), রাহুল তেওটিয়া, শাহরুখ খান, রাশিদ খান, ওয়াশিংটন সুন্দর, রবিশ্রীনিবাসন সাই কিশোর, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, ঈশান্ত শর্মা
ইমপ্যাক্ট সাবস (Impact Subs)
লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants):
শারফেন রাদারফোর্ড, গ্লেন ফিলিপস, অনুজ রাওয়াত, মহীপাল লোমরর, আরশাদ খান
সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad):
অভিনব মনোহর, সচিন বেবি, সিমারজিত সিং, রাহুল চাহার, উইয়ান মাল্ডার
আরও পড়ুন- হায়দরাবাদের ১ম উইকেটের পতন, ট্রাভিস হেডকে ফিরিয়ে হায়দরাবাদকে বড় ধাক্কা সিরাজের
সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad):
ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিশন, নীতিশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), অনিকেত বর্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, মহম্মদ শামি, সিমারজিত সিং, অ্যাডাম জাম্পা, সচিন বেবি, জয়দেব উনাদকাট, জিশান আনসারি, উইয়ান মাল্ডার, কামিন্দু মেন্ডিস, রাহুল চাহার, অথর্ব তাইড়ে, ঈশান মালিঙ্গা।
গুজরাট টাইটান্স (Gujarat Titans):
সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), শাহরুখ খান, শারফেন রাদারফোর্ড, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, কাগিসো রাবাডা, রবি শ্রীনিবাসন সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, ঈশান্ত শর্মা, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, অনুজ রাওয়াত, মহীপাল লোমরর, আরশাদ খান, জয়ন্ত যাদব, নিশান্ত সিন্ধু, কুলবন্ত খেজরোলিয়া, জেরাল্ড কোটজি, মানব সুতার, কুমার কুশাগ্র, গুরনূর ব্রার, করিম জানাত।