Advertisment

ICC Cricket World Cup 2019: বিশ্বকাপের দল বাছল শ্রীলঙ্কা, যিনি ক্যাপ্টেন তিনি শেষ চার বছর ওয়ান-ডে খেলেননি

নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ ও ইংল্যান্ডের পর ছ'নম্বর দেশ হিসেবে বিশ্বকাপের জন্য দল বেছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দ্বীপরাষ্ট্র। ক্রিকেটের শো-পিস ইভেন্টের জন্য শ্রীলঙ্কা যে দল বেছে নিয়েছে সেখানে রয়েছে একাধিক চমক।

author-image
IE Bangla Web Desk
New Update
Sri Lanka announce 15-man squad for 2019 ICC World Cup

বিশ্বকাপের দল বাছল শ্রীলঙ্কা, যিনি ক্যাপ্টেন তিনি শেষ চার বছর ওয়ান-ডে খেলেননি (ছবি-টুইটার/অফিসিয়ালআইএসএলসি)

নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ ও ইংল্যান্ডের পর ছ'নম্বর দেশ হিসেবে বিশ্বকাপের জন্য দল বেছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দ্বীপরাষ্ট্র। ক্রিকেটের শো-পিস ইভেন্টের জন্য শ্রীলঙ্কা যে দল বেছে নিয়েছে সেখানে রয়েছে একাধিক চমক।

Advertisment

এই দলের অধিনায়কের নাম দিমুথ করুনারত্নে। তাঁর কাঁধেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বিশ্বকাপের গুরুদায়িত্ব সঁপে দিয়েছে। অথচ চার বছর আগে তিনি শেষবার পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলেছেন। যেটা অপ্রত্যাশিত বললেই চলে।

আরও পড়ুন: ১২ ঘণ্টার মধ্য়ে দু’টো আলাদা দেশে খেলে ১০ উইকেট মালিঙ্গার

করুনারত্নেতেই শেষ নয়, উপুথ থরঙ্গা, দীনেশ চণ্ডীমল, নিরোশান ডিকওয়েলা এবং আকিলা ধনঞ্জয়ের মতো খেলোয়াড়রাই সুযোগই পেলেন না বিশ্বকাপের দলে। অথচ তুলনামূলক অনামি মুখেদের ভিড়। লাহিরু থিরিমানে, মিলিন্দা সিরিবর্ধনা, জীবন মেন্ডিস, জেফ্রি বান্দেরসের সঙ্গেই রয়েছেন ২১ বছরের ওপেনিং ব্য়াটসম্যান অবিষ্কা ফার্নান্দো ও নুয়ান প্রদীপ। তবে অভিজ্ঞ লাসিথ মালিঙ্গাকে দলে রেখেছে শ্রীলঙ্কা।

দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার ১৫ সদস্যের বিশ্বকাপ দল: দিমুথ করনারত্নে (ক্যাপ্টেন), অ্যাঞ্জেলো ম্যাথিউজ, থিসারা পেরেরা, কুসল পেরেরা, ধননঞ্জ ডি সিলভা, কুসল মেন্ডিস, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্ধনা, অবিষ্কা ফার্নান্দো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমানে, জেফ্রি বান্দেরসে, নুয়ান প্রদীপ ও সুরঙ্গ লাকমল

Sri Lanka Cricket World Cup
Advertisment