Advertisment

Sri Lanka Cricket: বিশ্বকাপে হোটেলে সারা রাত 'কুকীর্তি'! শ্রীলঙ্কার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে ফুঁসে উঠল ক্রিকেট বোর্ড

Sri Lanka Cricket Team: আবার-ও চরম ডামাডোল শ্রীলঙ্কা ক্রিকেট দলকে ঘিরে

author-image
IE Bangla Sports Desk
New Update
Sri Lanka, Cricket Team, শ্রীলঙ্কা, ক্রিকেট টিম,

Sri Lanka-Cricket Team: এই অভিযোগ ইস্যুতে খেলোয়াড়দের পাশেই দাঁড়িয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্তারা। (ছবি- টুইটার)

Sri Lanka Cricket Board responds: টি২০ বিশ্বকাপ চলাকালীন 'টিম হোটেলে মদ্যপানের পার্টি'র অভিযোগ উড়িয়ে দিল শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রে ক্রিকেটের নিয়ামক সংস্থা, 'শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)' স্পষ্টভাবে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপ ম্যাচের আগে দলের ছেলেরা হোটেলে কোনওভাবেই মদ্যপানের পার্টি বসায়নি।

Advertisment

এর আগে গত ৭ জুলাই এক সংবাদপত্রের প্রতিবেদনে অভিযোগ উঠেছিল, শ্রীলঙ্কার ক্রিকেটাররা তাঁদের গুরুত্বপূর্ণ টি২০ ম্যাচের আগে দলের হোটেলে কর্তাদের নিয়ে মদ্যপানের আসর বসিয়েছিল। পরবর্তীতে, ওই প্রতিবেদনের ভিত্তিতে ওঠা অভিযোগ সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ছড়িয়ে পড়ে। সেই অভিযোগ, সম্পূর্ণ ভিত্তিহীন বা মিথ্যা বলে এবার জানাল শ্রীলঙ্কা ক্রিকেট (SLC)। এই ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেটের কর্তারা জানিয়েছেন, সম্পূর্ণ এক মিথ্যা অভিযোগ করা হয়েছে। যা শ্রীলঙ্কান দল এবং এই দলের পরিচালনার ক্ষেত্রে যে সুনাম আছে, তার পক্ষে ক্ষতিকারক।

উল্লেখযোগ্য বিষয় হল, নেদারল্যান্ডসকে হারিয়ে সদ্যসমাপ্ত টি২০ বিশ্বকাপে শ্রীলঙ্কা মাত্র একটি জয় পেয়েছে। প্রাক্তন চ্যাম্পিয়নরা গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের পিছনে থেকে তৃতীয় স্থানে দৌড় শেষ করেছে। আর, তারপরই মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে, শ্রীলঙ্কা দলের তিন জন টপ-অর্ডার ব্যাটসম্যান, একজন অভিজ্ঞ ফাস্ট-বোলার এবং একজন বিশ্বখ্যাত অলরাউন্ডার-সহ অন্তত পাঁচ জন শীর্ষস্থানীয় ক্রিকেটার রাতে হোটেলের একটি ঘরে মদ্যপানের আসর বসিয়েছিলেন। ম্যাচের আগে গভীর রাতে বসানো সেই মদ্যপানের আসরে একজন নবনিযুক্ত সহকারি কোচ, একজন বিশিষ্ট প্লেয়ার ম্যানেজার, যিনি বর্তমানে স্কোয়াডের আটজন শীর্ষস্থানীয় খেলোয়াড়কে পরিচালনা করেন, তাঁরাও অংশ নিয়েছিলেন।

ওই প্রতিবেদনে টিম হোটেলে প্লেয়ার ম্যানেজারের উপস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সঙ্গে, অভিযোগ করা হয়েছে যে এটা আসলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম ও বিধি লঙ্ঘনের শামিল। প্রতিবেদনটিতে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে শ্রীলঙ্কার ক্রিকেটে ম্যানেজারের গোটা ঘটনার সঙ্গে জড়িত থাকা শ্রীলঙ্কা ক্রিকেটের বর্তমান চেহারাটা প্রকাশ্যে এনে দিয়েছে। এই পরিস্থিতিতে এখন থেকেই হাল ধরতে শ্রীলঙ্কা বোর্ডের কাছে প্রতিবেদনটিতে আবেদনও জানানো হয়েছিল। আর, তারপরই মুখ খুলল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

এক বিবৃতিতে, শ্রীলঙ্কা ক্রিকেট (SLC) স্পষ্টভাবে ওই প্রতিবেদনে তোলা অভিযোগ খারিজ করেছে। শ্রীলঙ্কা ক্রিকেটের কর্তারা দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে এই ধরনের যে ঘটনার কথা ওই প্রতিবেদনে বর্ণা করা হয়েছে, তা সর্বৈব মিথ্যা। সঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, 'এই ধরনের মিথ্যা সংবাদ প্রতিবেদন অন্যায়ভাবে শ্রীলঙ্কা ক্রিকেট, এর কর্মকর্তা এবং খেলোয়াড়দের ভাবমূর্তিকে কলঙ্কিত করেছে।'

আরও পড়ুন- বাঙালিদের প্রিয় IPL দলেই হয়তো দ্রাবিড়! বিশ্বজয়ী কোচের নতুন চাকরি প্রায় পাকা কলকাতা কানেকশনে

এসএলসি দাবি করেছে যে সংবাদপত্রটিকে প্রতিবেদনে প্রকাশ ভুল তথ্য সংশোধন করতে হবে। মিথ্যা অভিযোগের কারণে শ্রীলঙ্কা ক্রিকেটের যে ক্ষতি হয়েছে, তার সুষ্ঠু সমাধান করতে হবে। একইসঙ্গে সঠিক এবং দায়িত্বশীল সাংবাদিকতার দাবি জানিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বলেছে, 'আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই ধরনের মিথ্যা প্রতিবেদন অন্যায়ভাবে শ্রীলঙ্কা ক্রিকেট, এর কর্তাদের এবং খেলোয়াড়দের সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে। তাই আরও দায়িত্বশীল এবং সঠিক সাংবাদিকতা করার আহ্বান জানাই।'

T20 World Cup Sri Lanka Social Media Sri Lanka Cricket Team ICC Cricket World Cup Cricket World Cup ICC
Advertisment