Advertisment

করোনার বিপজ্জনক প্রজাতিতে ছারখার লঙ্কান শিবির! চরম আতঙ্কে ঘুম উড়ল ধাওয়ানদের

শ্রীলঙ্কার ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ারের পর ডেটা এনালিস্ট জিটি নিরোশান এবার কোভিডে আক্রান্ত হলেন। দ্বিতীয় সারির দলের মুখোমুখি হতে পারে টিম ইন্ডিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

একদিন আগেই শ্রীলঙ্কার ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার কোভিডে আক্রান্ত হয়েছিলেন। এবার আক্রান্তদের তালিকায় নাম লেখালেন শ্রীলঙ্কা দলের ডেটা এনালিস্ট জিটি নিরোশান। টিম ম্যানেজমেন্টের দুই গুরুত্বপূর্ণ সদস্য কোভিডের আক্রান্ত হওয়ায় আসন্ন সিরিজে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় সারির দল নামাতে পারে লঙ্কান দল।

Advertisment

যে ঘটনা সবথেকে উদ্বেগের তা হল, গ্র্যান্ট ফ্লাওয়ার এবং জিটি নিরোশান কোভিডের ডেল্টা প্রজাতির দ্বারা আক্রান্ত হয়েছেন। প্রচন্ড সংক্রামক হিসাবেই ধরা হয় ডেল্টা প্রজাতিকে। ইংল্যান্ড থেকে ফেরার পর নিভৃতবাসে ছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। এদিন শুক্রবারই আইসোলেশন পর্ব কাটিয়ে দলের বায়ো বাবলে প্রবেশ করার কথা ছিল শ্রীলঙ্কা দলের। তবে তার আগেই এমন বিপত্তি মাথাব্যথা বাড়িয়েছে দ্বীপরাষ্ট্রের ক্রিকেট প্রশাসকদের।

আরো পড়ুন: ব্যাট হাতে শ্রীলঙ্কায় তান্ডব পৃথ্বী, হার্দিকের! ধুঁয়াধার ব্যাটিংয়ে কাঁপল কলম্বো, দেখুন ভিডিও

জানা যাচ্ছে, দলে ভাইরাস সংক্রমণ ঘটায় আরো দুদিন আইসোলেশনের মেয়াদ বাড়ানো হয়েছে। ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে আরো একদফা আরটি-পিসিআর টেস্ট করা হবে। পুরো ঘটনায় একপ্রস্থ আতঙ্ক ছড়িয়েছে ভারতীয় শিবিরেও।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে জানা গিয়েছে ভাইরাস সংক্রমণ এড়ানোর জন্য ভারতের বিপক্ষে দ্বিতীয় সারির দল নামাতে পারে শ্রীলঙ্কা। প্রথম সারির দল ছাড়াও দুটো আলাদা আলাদা ক্রিকেটারদের গ্রুপ রয়েছে ডাম্বুলা এবং কলম্বোয়। মঙ্গলবার থেকে সিরিজ শুরু হওয়ার কথা। তার আগে ভাইরাস বিপর্যস্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আলাদা অনুশীলন করা দ্বিতীয় সারির দলকেই ভারতের বিরুদ্ধে নামিয়ে দিতে পারে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের একজন মেডিক্যাল স্টাফ জানিয়েছেন, "প্রথম সারির দল যে ভারতের বিরুদ্ধে খেলবে না, তা বলার এখনো সময় আসেনি।" জানা যাচ্ছে, ইংল্যান্ডে থাকার সময়েই শ্রীলঙ্কার ব্যাটিং কোচ এবং ডেটা এনালিস্ট সম্ভবত সংক্রমিত হয়েছিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sri Lanka COVID-19 Indian Cricket Team
Advertisment