Arjuna Ranatunga Sexual assault case: ক্রিকেটজগতের বহু মহারথী যেমন মাঠে তাঁদের অসাধারণ পারফরম্যান্সের জন্য চর্চিত হয়েছেন, তেমনই কখনও কখনও বিতর্কেও জড়িয়ে পড়েছেন। তেমনই এক ঘটনা সামনে আসে ২০১৮ সালে, যখন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক ও ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী অর্জুনা রণতুঙ্গার (Arjuna Ranatunga) বিরুদ্ধে এক ভারতীয় মহিলা যৌন হেনস্থার (Sexual Harassment) অভিযোগ আনেন।
#MeToo আন্দোলনের সময় সামনে আসে অভিযোগ
২০১৮ সাল, যখন বিশ্বজুড়ে #MeToo আন্দোলন তুঙ্গে ছিল। একের পর এক মহিলা নিজেদের অভিজ্ঞতা সামনে আনছিলেন। তখনই এক ভারতীয় বিমানসেবিকা ফেসবুকে নিজের সঙ্গে ঘটে যাওয়া লজ্জাজনক ঘটনার কথা প্রকাশ্যে আনেন।
ওই মহিলা লিখেছিলেন, "রণতুঙ্গা আমার কোমর জড়িয়ে ধরেন এবং আমার গোপনাঙ্গে হাত দেন। আমি বাধা দিই, তাঁকে লাথি মারি এবং নিজেকে ছাড়াই। এরপর সঙ্গে সঙ্গে হোটেলের রিসেপশনে গিয়ে অভিযোগ জানাই। কিন্তু হোটেল কর্তৃপক্ষ বলে, এটা ‘ব্যক্তিগত বিষয়’, তারা হস্তক্ষেপ করতে পারবে না।"
আরও পড়ুন RCB পেসারের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ! দায়ের FIR, তদন্তে মুখ্যমন্ত্রী
কী হয়েছিল সেদিন?
অভিযোগকারিণী জানান, ঘটনাটি ঘটে মুম্বইয়ের জুহুর হোটেল সেন্টোরে। সেই সময় ভারত ও শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা সেই হোটেলেই ছিলেন। ওই মহিলা তাঁর এক সহকর্মী বন্ধুর সঙ্গে হোটেলে ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে যান। তাঁর বন্ধু এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে সুইমিং পুলে যান, এবং ওই বিমানসেবিকা একা পড়ে যান। তখনই রণতুঙ্গা তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ।
ক্রিকেট ও রাজনীতিতে দুর্দান্ত, কিন্তু বিতর্কে কালো দাগ
অর্জুনা রণতুঙ্গার ক্রিকেট কেরিয়ার অত্যন্ত উজ্জ্বল। তিনি ৫১০৫ টেস্ট রান ও ৭৪৫৬টি ওয়ানডে রান করেছেন। তাঁর নেতৃত্বেই শ্রীলঙ্কা ১৯৯৬ সালে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল। তবে এই অভিযোগ তাঁর কেরিয়ার ও ভাবমূর্তিতে কালি লেপে দেয়।
এই ঘটনা ছিল #MeToo আন্দোলনের সময় উত্থাপিত সেই বহু সাহসী কণ্ঠস্বরের একটি, যা ক্রীড়াজগতের ঝলমলে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার দিককে সামনে এনেছিল।