/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/ie-Sri-Lanka-cricket.jpg)
উইকেট নিয়ে উদযাপন করছেন শ্রীলঙ্কার খেলোয়াড়রা। (ফাইল)
গল টেস্ট শুরু হবে ১৮ সেপ্টেম্বর। রেস্ট ডে-র দিন ধার্য হয়েছে ২১ সেপ্টেম্বর। আইসিসি গোটা ঘটনায় অনুমোদন দিয়ে জানিয়েছে, গণপ্রজাতন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের কারণে একদিন রেস্ট ডে হিসাবে ধরা হয়েছে।
দু দশকের পর আবার-ও শ্রীলঙ্কার মাটিতে কোনও টেস্ট আয়োজিত হবে ছয় দিনের। এর আগে একইভাবে ২০০১-এ জিম্বাবোয়ের বিপক্ষে রেস্ট ডে সমেত ছয়দিনের টেস্ট খেলেছিল দ্বীপরাষ্ট্র দেশটি। পয়া ডে (পূর্ণিমা) উপলক্ষ্যে সেবার রেস্ট ডে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: বাবা টিম ইন্ডিয়ার তারকা, ছেলে মাঠে নামল ইংল্যান্ডের জার্সিতে! বেনজির দৃশ্য ক্রিকেট দুনিয়ায়
চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের অন্তর্ভুক্ত নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। ওই একই ভেন্যুতে দ্বিতীয় টেস্ট হবে সেপ্টেম্বরের ২৬ থেকে ৩০ পর্যন্ত।
গত শতকে রেস্ট ডে টেস্ট ক্রিকেটে খুব সাধারণ একটা বিষয় ছিল। সপ্তাহান্তে টেস্ট শুরু হলে রবিবার বিশ্রাম দিন হিসাবে ধার্য হত। ২০০৮-এর ডিসেম্বরে বাংলাদেশ টেস্ট সিরিজের ওপেনিং ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। যা ছিল ছয়দিনের। কারণ ছিল সংসদ নির্বাচন।
বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা রয়েছে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ নম্বরে।