Advertisment

ভারতকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিলেন শ্রীলঙ্কাকে, সেই তারকাই এবার অবসর নিলেন

৩২ বছরের তারকা থিসারা পেরেরা শ্রীলঙ্কার জাতীয় দলের জার্সিতে ৬টি টেস্ট, ১৬৬টি ওডিআই এবং ৮৪টি টি২০ খেলেছেন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

টি২০ বিশ্বকাপ জিতেছেন। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলেছিলেন। শ্রীলঙ্কা ক্রিকেটের অন্যতম নক্ষত্র থিসারা পেরেরা সোমবারই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন।

Advertisment

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে লেখা চিঠিতে থিসারা পেরেরা জানিয়েছেন, অবসর নেওয়ার এটাই সঠিক সময়। যাতে তরুণ ক্রিকেটাররা উঠে আসতে পারেন জাতীয় দলে। সেই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ৩২ বছরের তারকা শ্রীলঙ্কান জাতীয় দলের জার্সিতে ৬টি টেস্ট, ১৬৬টি ওডিআই এবং ৮৪টি টি২০ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন তিনি।

আরো পড়ুন: কোভিডে আক্রান্ত দুই নাইট, স্থগিত সোমবারের ম্যাচ! আইপিএল বন্ধ হওয়ার মুখে

নিজের লেখা চিঠিতে ২০১১ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলা তারকা জানিয়েছেন, "জাতীয় দলের জার্সিতে ৭বার বিশ্বকাপে অংশগ্রহণ করছি। বাংলাদেশে ২০১৪ সালে টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে শ্রীলংকাকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে আমার ভূমিকা ছিল। এটাই আমার গর্বের বিষয়। ওটাই আমার কেরিয়ারের সেরা সময় ছিল।"

জাতীয় দলে থিসারা পেরেরার ভূমিকা স্বীকার করে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও। "দুর্ধর্ষ অলরাউন্ডার ছিলেন থিসারা। জাতীয় দলের বেশ কিছু গৌরবময় মুহূর্ত তৈরি করেছেন উনি।" বলেছেন শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সিইও এশলে ডিসিলভা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket Sri Lanka
Advertisment