এক ম্য়াচে জোড়া ডাবল সেঞ্চুরি, বাইশ গজে ইতিহাস লিখলেন দ্বীপরাষ্ট্রের এই ক্রিকেটার

প্রয়াত ও প্রাক্তন ইংল্য়ান্ড ক্রিকেটের আর্থার ফ্যাগের এর আগে এই অনন্য নজির ছিল। ১৯৩৮ সালে কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে এসেক্সের বিরুদ্ধে ইতিহাস লিখেছিলেন তিনি।

প্রয়াত ও প্রাক্তন ইংল্য়ান্ড ক্রিকেটের আর্থার ফ্যাগের এর আগে এই অনন্য নজির ছিল। ১৯৩৮ সালে কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে এসেক্সের বিরুদ্ধে ইতিহাস লিখেছিলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Sri Lankan batsman Angelo Perera hits 2 double hundreds in a single match

এক ম্য়াচে জোড়া ডাবল সেঞ্চুরি, বাইশ গজে ইতিহাস লিখলেন দ্বীপরাষ্ট্রের এই ক্রিকেটার (ছবি-টুইটার)

বাইশ গজে ইতিহাস লিখলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো পেরেরা। দ্বীপরাষ্ট্রের এই ক্রিকেটার প্রথম শ্রেণির এক ম্যাচেই হাঁকালেন জোড়া দ্বি-শতরান। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন শ্রীলঙ্কার নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাবের (এনসিসি) ক্যাপ্টেন। পেরেরা সিংহলি স্পোর্টস ক্লাবের (এসএসসি) বিরুদ্ধে প্রথম ইনিংসে ২০১ ও দ্বিতীয় ইনিংসে ২৩১ রান করেন।

Advertisment


প্রয়াত ও প্রাক্তন ইংল্য়ান্ড ক্রিকেটের আর্থার ফ্যাগের এর আগে এই অনন্য নজির ছিল। ১৯৩৮ সালে কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে এসেক্সের বিরুদ্ধে প্রথম শ্রেণির ম্য়াচে প্রথম ইনিংসে ২৪৪ ও দ্বিতীয় ইনিংসে ২০২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। গত ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এনসিসি ও এসএসসি-র ম্যাচ হয়েছিল। পেরেরা প্রথম ইনিংসে ২০১ রান করতে খেলেছিলেন ২০৩টি বল। নিজের রাজকীয় ইনিংস সাজিয়েছিলেন ২০টি চার ও একটি ছয়ে। দ্বিতীয় ইনিংসে নিজের এই পারফরম্যান্সই ছাপিয়ে যান তিনি। ২৬৮ বলে করেন ২৩১ রান। যদিও ম্যাচটি ড্র হয়ে যায়। কিন্তু ইতিহাসে নিজের নাম খোদাই করে নেন পেরেরা।

আরও পড়ুন:  প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এই নজির মিতালির

Advertisment

দেশের জার্সিতে ছ'টি (চারটি ওয়ান-ডে ও দু'টি টি-২০) আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বিস্ময় রেকর্ডের অধিকারী পেরেরা। ২৮ বছরের এই অলরাউন্ডার ২০১৩-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার হয়ে ওয়ান-ডে অভিষেক করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৬-তে ডাম্বুলায় শেষ ওয়ান-ডে খেলেন তিনি। ২০১৩-তে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ খেলেন তিনি। পরের বছর এই বাংলাদেশের বিরুদ্ধেই শেষবার টি-২০ জার্সিতে দেখা যায় তাঁকে। পেরেরা ৯৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৬৯৪১ রান করেছেন। এর মধ্যে ১৮টি শতরান ও ৩৩টি হাফ-সেঞ্চুরি রয়েছে।

cricket Sri Lanka