Angelo Mathews Announces Test Retirement: শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস শুক্রবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। ৩৭ বছর বয়সী এই তারকা ক্রিকেটার ১১৮টি টেস্ট ম্যাচে খেলে করেছেন ৮১৬৭ রান, যা শ্রীলঙ্কার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। তাঁর উপরে রয়েছেন কুমার সাঙ্গাকারা (১২,৪০০) ও মাহেলা জয়বর্ধনে (১১,৮১৪)। তিনি তাঁর টেস্ট কেরিয়ারে ১৬টি সেঞ্চুরি এবং ৪৫টি অর্ধশতরান করেছেন। তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ২০০ অপরাজিত। তবে তিনি এখনও দেশের হয়ে সাদা বলের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন।
ম্যাথিউসের শেষ টেস্ট ম্যাচ হবে গালে, ১৭ থেকে ২১ জুন, বাংলাদেশের বিপক্ষে।
‘এক কৃতজ্ঞ হৃদয় ও অসংখ্য স্মৃতি নিয়ে, এখন সময় এসে গেছে বিদায় জানানোর। আমি আমার সবচেয়ে প্রিয় ফরম্যাট, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি! …বাংলাদেশের বিপক্ষে জুন মাসে প্রথম টেস্ট হবে আমার শেষ লাল বলের ম্যাচ,’ তিনি ‘এক্স’ (আগের টুইটার)-এ পোস্ট করে লিখেছেন।
‘যদিও আমি টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছি, নির্বাচকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমি সাদা বলের ফরম্যাটে খেলার জন্য থাকব, যদি ও যখন আমার দেশ আমাকে প্রয়োজন বলে মনে করে।’
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, এই টেস্ট দলটি অত্যন্ত প্রতিভাবান, যেখানে বর্তমান ও ভবিষ্যতের অনেক মহান খেলোয়াড় রয়েছে। এখনই সবচেয়ে উপযুক্ত সময়, একজন তরুণ খেলোয়াড়ের জন্য জায়গা ছেড়ে দেওয়ার, যে দেশের হয়ে উজ্জ্বলভাবে এগিয়ে যাবে।’
শ্রীলঙ্কা ক্রিকেট এক আবেগঘন শ্রদ্ধাজ্ঞাপনে বলেছে, ‘শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেটের একজন প্রকৃত সেবক। ১৭ বছর ধরে অবিচল নিষ্ঠা, নেতৃত্ব এবং অসাধারণ মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার নিষ্ঠা ও আবেগ একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। আমরা আপনার টেস্ট ক্রিকেট থেকে বিদায়ে শুভকামনা জানাই এবং সাদা বলের ক্রিকেটে আপনার অব্যাহত অবদান দেখার অপেক্ষায় থাকলাম।’
আরও পড়ুন রোহিত-বিরাটের পর আরও এক ক্রিকেটারের উপর কোপ! ইংল্যান্ড সিরিজে দেখা যাবে না এই তারকাকে?
২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত শ্রীলঙ্কার সব ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা ম্যাথিউস বলেন, তিনি টেস্ট ফরম্যাটকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রেখেছেন।
‘দেশের জার্সি গায়ে চাপানোর অনুভূতি, দেশপ্রেম ও সেবার যে গর্ব আছে, তার কোনও তুলনা হয় না। আমি ক্রিকেটকে আমার সব কিছু দিয়েছি, আর ক্রিকেট আমাকে সব কিছু ফিরিয়ে দিয়েছে। আজ আমি যা, তা শুধমাত্র এই খেলার জন্যই।’
শেষে তিনি তাঁর পরিবার, কোচ, ও শ্রীলঙ্কা ক্রিকেটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘একটি অধ্যায় শেষ হচ্ছে, তবে খেলার প্রতি ভালবাসা চিরকাল থাকবে।’