Mohammed Shami: রোহিত-বিরাটের পর আরও এক ক্রিকেটারের উপর কোপ! ইংল্যান্ড সিরিজে দেখা যাবে না এই তারকাকে?

England vs India 2025: ইংল্যান্ড সফরের জন্য মহম্মদ শামিকে দলে নেওয়ার সম্ভাবনা খুবই কম। এর পেছনে কারণ হিসেবে তাঁর ফিটনেস ও টেস্ট ম্যাচে দীর্ঘ অনুপস্থিতিকে দায়ী করা হচ্ছে।

England vs India 2025: ইংল্যান্ড সফরের জন্য মহম্মদ শামিকে দলে নেওয়ার সম্ভাবনা খুবই কম। এর পেছনে কারণ হিসেবে তাঁর ফিটনেস ও টেস্ট ম্যাচে দীর্ঘ অনুপস্থিতিকে দায়ী করা হচ্ছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammed Shami: ইংল্যান্ড সিরিজে মহম্মদ শামিকে ভাবছেন না সিলেক্টররা

Mohammed Shami: ইংল্যান্ড সিরিজে মহম্মদ শামিকে ভাবছেন না সিলেক্টররা

Team India Squad for England Series: রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর আরও এক তারকা ক্রিকেটারের ওপর নির্বাচকদের কোপ পড়তে চলেছে। ইংল্যান্ড সফরের জন্য মহম্মদ শামিকে (Mohammad Shami) দলে নেওয়ার সম্ভাবনা খুবই কম। এর পেছনে কারণ হিসেবে তাঁর ফিটনেস ও টেস্ট ম্যাচে দীর্ঘ অনুপস্থিতিকে দায়ী করা হচ্ছে। তাই যদি ইংল্যান্ড সফরের টেস্ট দলে শামির নাম না থাকে, তাহলে ক্রিকেটপ্রেমীদের অবাক হওয়ার কিছু থাকবে না।

Advertisment

ভারতীয় দল (Indian Cricket Team) জুন মাসে ইংল্যান্ড সফরে যাচ্ছে, যেখানে তারা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এই সিরিজের জন্য ভারতের টেস্ট দল ২৪ মে ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সফরে ভারত শুধু নতুন অধিনায়ক পাবে না, বরং ‘মডার্ন গ্রেট’ বিরাট কোহলির পরিবর্তেও নতুন মুখ দেখা যাবে। পাশাপাশি, পেসার মহম্মদ শামিকেও হয়তো দেখা যাবে না এই সফরে। ২০২৩ সালের বিশ্বকাপের পর শামি সার্জারি করিয়েছিলেন। ২০২৫ সালে তিনি ভারতীয় দলে প্রত্যাবর্তন করলেও তাঁর ছন্দে ফেরার লক্ষণ খুব একটা দেখা যায়নি। IPL 2025-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তাঁকে কখনও দলে দেখা গেছে, আবার কখনও বেঞ্চে বসে থাকতে দেখা গেছে।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, শামির ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম একটি রিপোর্ট দিয়েছে, যেখানে বলা হয়েছে শামি এখন আর লম্বা স্পেল করতে পারবেন না। এমনকি ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্ট খেলার সম্ভাবনাও খুবই কম। এসব কারণেই শামির টেস্ট কেরিয়ার সংকটে পড়তে পারে। উল্লেখ্য, শামি গত দুই বছর ধরে টেস্ট ক্রিকেটের বাইরে রয়েছেন। তিনি শেষবার ২০২৩ সালের জুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছিলেন।

শামির জায়গা কে নিতে পারে? 

Advertisment

মহম্মদ শামির বিকল্প হিসেবে ভারতের কাছে বেশ কিছু তরুণ পেসারের নাম আছে। তাঁদের মধ্যে আর্শদীপ সিং ও অংশুল কম্বোজের নাম উঠে আসছে। আর্শদীপকে দলে নিয়ে নির্বাচকরা একজন বাঁহাতি পেসার যুক্ত করতে পারেন, যিনি সুইং বোলিংয়ে দক্ষ। ইংল্যান্ডের পিচে তাঁর সুইং কার্যকরী হতে পারে। অন্যদিকে, অংশুল কম্বোজ ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেছেন, বিশেষ করে লং ফর্ম্যাটে তাঁর প্রভাব বেশি।

আরও পড়ুন বাবার পর ছেলেও খেলবে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে, ইংল্যান্ড টিমে শামিল তারকা-পুত্র

বুমরাহর ওয়ার্কলোড নিয়ে চিন্তা 

শামি না থাকলে, চাপ বাড়বে জসপ্রিত বুমরাহ ও মহম্মদ সিরাজের ওপর। বুমরাহর ফিটনেস আগেই প্রশ্নের মুখে পড়েছে। তাই টিম ম্যানেজমেন্ট তাঁর ওয়ার্কলোড কমানোর দিকেও নজর রাখছে। এই কারণে নির্বাচকরা এমন পেসারদের দলে নিতে চাইবেন, যারা পুরোপুরি ফিট এবং লম্বা স্পেল করতে সক্ষম।

রোহিত-কোহলিও কি চাপেই অবসর নিয়েছেন? 

রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর ভারতীয় দল এখন রদবদলের মধ্যে দিয়ে যাচ্ছে। চিফ সিলেক্টর অজিত আগরকর এবং হেড কোচ গৌতম গম্ভীরের ওপর একটি নতুন দল গড়ার চাপ রয়েছে। জানা যাচ্ছে, গম্ভীর এমন খেলোয়াড় বেছে নিতে চাইছেন, যাঁরা দীর্ঘ সময় ধরে দলের সঙ্গে থাকতে পারে। এ কারণে তরুণদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এমন খবরও সামনে এসেছে যে, রোহিত ও কোহলির অবসর তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত না হয়ে টিম ম্যানেজমেন্টের চাপেই হয়েছে। তাই যদি মহম্মদ শামিকেও টেস্ট দলে না দেখা যায়, তাহলে সেটি খুব একটা আশ্চর্যের হবে না।

আরও পড়ুন দেশের স্বার্থে শরীর জলাঞ্জলি, এখন অপারেশন ছাড়া উপায় নেই রোহিতের!

Indian Cricket Team Mohammad Shami