Advertisment

Muttiah Muralitharan: আম্বানির সঙ্গে পার্টনারশিপ এবার মুরলিধরণের! ১৪০০ কোটি টাকার ঢালছেন লঙ্কান কিংবদন্তি

Muttiah Muralitharan to invest in Karnataka: ব্যবসায়ী মুরলিধরণ এবার কোটি কোটি টাকার বিনিয়োগ করছেন এই রাজ্যে। রীতিমতো চাঞ্চল্য ভারতের এই অঞ্চলে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
 Muttiah Muralitharan, Mukesh Ambani, মুথাইয়া মুরলীধরণ, মুকেশ অম্বানি,

Muttiah Muralitharan: ভারতে বিনিয়োগ করবেন কিংবদন্তি লঙ্কান বোলার। (ছবি- টুইটার এবং ফাইল চিত্র)

Muttiah Muralitharan to invest in Karnataka: মুথাইয়া মুরলীধরন কর্ণাটকে পানীয় এবং মিষ্টি তৈরির প্রতিষ্ঠানে ১,৪০০ কোটি টাকা বিনিয়োগ করবেন। তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির সঙ্গে পার্টনারশিপে ওই বিনিয়োগ করবেন। বিখ্যাত ক্যাম্পা কোলা ব্র্যান্ডকে পুনরুজ্জীবিত করাই এখন তাঁর লক্ষ্য। কর্ণাটকের বদনাগুপ্পে, চামরাজানগর জেলায় ওই প্রতিষ্ঠান তৈরি হবে। এমনটাই জানিয়েছেন কর্ণাটকের বৃহৎ ও মাঝারি শিল্পমন্ত্রী এমবি পাতিল। 

Advertisment

তিনি লঙ্কান স্পিনার মুরলীধরণের সঙ্গে আলোচনার পরে একথা জানিয়েছেন। মন্ত্রী জানিয়েছেন যে, প্রাথমিকভাবে ২৩০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছিল। সেটা বেড়ে ১,০০০ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলেই ভাবা হয়েছিল। শেষ পর্যন্ত, বিনিয়োগের পরিমাণ বেড়ে ১,৪০০ কোটি টাকায় পৌঁছয়। এই বিনিয়োগ হবে ব্র্যান্ড 'মুত্তিয়া বেভারেজ অ্যান্ড কনফেকশনারি'-এর অধীনে। নতুন প্রকল্পে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে উত্পাদন শুরু হবে। 

এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই ৪৬ একর জমি বরাদ্দ করা হয়েছে। পাতিল আশ্বস্ত করে জানিয়েছেন যে প্রকল্পের প্রয়োজনে জমি সংক্রান্ত ছোটখাটো সমস্যাগুলো মিটিয়ে নেওয়া হবে। এই প্রকল্প তৈরি হলে কর্মসংস্থান সৃষ্টি হবে। পরিকাঠামোর অগ্রগতির মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে।এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই ৪৬ একর জমি বরাদ্দ করা হয়েছে। পাতিল আশ্বস্ত করে জানিয়েছেন যে প্রকল্পের প্রয়োজনে জমি সংক্রান্ত ছোটখাটো সমস্যাগুলো মিটিয়ে নেওয়া হবে। এই প্রকল্প তৈরি হলে কর্মসংস্থান সৃষ্টি হবে। পরিকাঠামোর অগ্রগতির মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় বাজারে প্রভাব ফেলতে চাইছেন মুরলীধরনরা। ভারতের সফট ড্রিংকস মার্কেট দীর্ঘদিন ধরেই ইন্টারন্যাশনাল জায়ান্ট কোকা-কোলা এবং পেপসিকো দ্বারা প্রভাবিত। সেই জায়গায় নিজেদের প্রভাব ফেলতে চায় এই নতুন সংস্থা।

আরও পড়ুন- দলের ১১ জনই করলেন বল, টি২০ ম্যাচে! ইতিহাস গড়া ম্যাচের সাক্ষী থাকল এবার ভারতীয় ক্রিকেট

ক্যাম্পা কোলার পণ্যগুলো নতুন এই কারখানার মাধ্যমে নতুন করে বাজারে আনা হবে। ব্র্যান্ডটিকে পানীয় সেক্টরে শক্তিশালী প্রতিযোগী হিসেবে তুলে ধরার চেষ্টা হবে। এই পদক্ষেপ বাজার ধরতে এবং ভারতে ক্যাম্পা কোলা ব্র্যান্ডের উপস্থিতি জোরদার করার ক্ষেত্রে একটি কৌশলগত প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এই বিনিয়োগের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন মন্ত্রী পাতিল। তিনি জানিয়েছেন যে মুরলীধরন কর্ণাটকের ধারওয়াদে আরেকটি উত্পাদন কেন্দ্র গড়ে তুলবেন। যা কর্ণাটকে শিল্পের বিকাশ ঘটাবে। প্রকল্পটি কর্ণাটকের অর্থনৈতিক বৃদ্ধিতে অবদান রাখবে। ভারতের পানীয় শিল্পকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে এই প্রকল্প একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে চলেছে।

karnataka Mukesh Ambani Cricket News muttiah-muralitharan
Advertisment