Advertisment

11 bowlers in t20 match: দলের ১১ জনই করলেন বল, টি২০ ম্যাচে! ইতিহাস গড়া ম্যাচের সাক্ষী থাকল এবার ভারতীয় ক্রিকেট

Syed Mushtaq Ali Trophy: টি২০ ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি, সেটাই ঘটল এবার। যার ফলে টি২০ ফরম্যাটের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করল দিল্লি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Delhi captain Ayush Badoni, দিল্লির অধিনায়ক আয়ুশ বাদোনি

Delhi captain Ayush Badoni: দিল্লির অধিনায়ক আয়ুশ বাদোনি সৈয়দ মুশতাক আলি ট্রফির ম্যাচে মণিপুরের বিরুদ্ধে ১১ জন বোলার ব্যবহার করেছেন। (ছবি- এক্সপ্রেস)

Delhi vs Manipur in Syed Mushtaq Ali Trophy: সৈয়দ মুশতাক আলি ট্রফিতে মণিপুরের বিরুদ্ধে ম্যাচে ১১ জন বোলার বদলালেন দিল্লির অধিনায়ক আয়ুশ বাদোনি। এই প্রথমবার কোনও টি২০ ম্যাচে একজন অধিনায়ক ৯ জনেরও বেশি বোলারকে ব্যবহার করলেন। টস জিতে ব্যাটিং নেওয়ার পরে, মণিপুর দিল্লির বিরুদ্ধে ৮ উইকেটে ১২০ রান করে। ম্যাচে একটা সময় মণিপুর ৬ উইকেটে ৪১ ছিল। সেসময় অধিনায়ক রেক্স সিং ২৩ রান করেন। উইকেটরক্ষক শাহ করেন ৩২ রান। সপ্তম উইকেটে তাঁদের জুটি মণিপুরকে ৫২ রান এনে দেয়। 

Advertisment

দিল্লির বোলারদের মধ্যে মায়াঙ্ক রাওয়াত ৩ ওভারে ৩১ রান দেন। তিনি সবচেয়ে বেশি রান দেন। শাহ তাঁকে ৩টি ছক্কা মারেন। উইকেটরক্ষক-ব্যাটার আরিয়ান আরান ১ ওভারে ১৪ রান দেন। আরিয়ান রানা ও হিম্মত সিং যথাক্রমে ১০ এবং ১১ রান দেন। দিল্লির হয়ে হর্ষ ত্যাগী ১১ রানে ২ উইকেট নেন। দিগবেশ রথী ১১ রানে নেন ২ উইকেট। আয়ুশ সিং ১১ রানে নেন ১ উইকেট। আয়ুশ বাদোনি ৮ রানে নেয় ১ উইকেট। প্রিয়াংশ আর্য ২ রানে নেন ১ উইকেট। 

জবাবে, ওপেনার যশ ধুলের অপরাজিত ৫৯ রানের সুবাদে দিল্লি মণিপুরকে পাঁচ উইকেটে হারায়। একটা সময় দিল্লি ৪ উইকেটে ছিল ৪৪ রান। কিন্তু, ধুল ইনিংসের একটা প্রান্ত ধরে রেখেছিলেন। তিনি প্রথমে মায়াঙ্ক রাওয়াতের সাথে ৪০ রানের জুটি গড়েন। তারপর, আরিয়ান রানার সঙ্গে ৪১ রানের জুটি গড়েন। যার দৌলতে ১৮.৩ ওভারেই দিল্লি জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়।

আরও পড়ুন- শনিবারই এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান! কখন-কোথায় কোন চ্যানেলে দেখবেন মহারণ, রইল বিস্তারিত

এই টুর্নামেন্টে দিল্লি অপরাজিত রয়েছে। তারা আগের ম্যাচে জম্মু ও কাশ্মীরকে ৩৫ রানে এবং অপর ম্যাচে হরিয়ানাকে ছয় উইকেটে হারিয়েছে। ভারতের প্রাক্তন বোলার, ডোড্ডা গণেশ এই প্রসঙ্গে মন্তব্য করেছেন। সোশ্যাল সাইট টুইটারে তিনি লিখেছেন, 'এটা পেশাদার ক্রিকেটকে নিয়ে উপহাস। দিল্লির এটা করার দরকার ছিল না। এটাতেই একটা দলের গুণমান স্পষ্ট হয়ে যায়।'

Manipur delhi Syed Mushtaq Ali Trophy Cricket News
Advertisment