Shakib Al Hasan, Bangladesh unrest: বাংলাদেশে আন্দোলনের সময় কয়েক শো প্রাণ ঝড়ে গিয়েছে। হাসিনার বিরুদ্ধে ছাত্র আন্দোলন কঠোরভাবে দমন করেছিল বাংলাদেশ পুলিশ। সেই সময় গণহত্যার অন্যতম ষড়যন্ত্রী হিসাবে সাকিব আল হাসানকে অভিযুক্ত করা হল।
৩৭ বছরের সুপারস্টার অলরাউন্ডার শেখ হাসিনার আওয়ামি লিগ জমানায় সংসদের অন্যতম আইনপ্রণেতা ছিলেন। জুলাই-অগাস্টে দেশ জুড়ে প্রতিবাদ চলাকালীন যে সহিংসতা নেমে এসেছিল, তাঁর বিরুদ্ধে এবার ১৪৭জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযুক্তদের তালিকায় সাকিব-ও রয়েছেন।
ঢাকা আদাবর থানায় গণহত্যার অভিযোগ নথিভুক্ত করেছেন রফিকুল ইসলাম নামের জনৈক ব্যক্তি। হাসিনা, সাকিব আল হাসান বাদেও বহু মন্ত্রী, আইনপ্রণেতাদের নাম নথিভুক্ত করা হয়েছে। রফিকুলের পুত্র রুবেল-ও বাংলাদেশের গৃহযুদ্ধের সময় প্রাণ হারান।
তীব্র চাপের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। নোবেলজয়ী মহম্মদ ইউনুস দায়িত্ব নেন দেশের অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে।
আরও পড়ুন: বাবা টিম ইন্ডিয়ার তারকা, ছেলে মাঠে নামল ইংল্যান্ডের জার্সিতে! বেনজির দৃশ্য ক্রিকেট দুনিয়ায়
ঘটনা হল, এফআইআর-এ ২৭ অথবা ২৮ নম্বরে নাম থাকা সাকিব মোটেও গণহত্যার সময় অথবা ৫ অগাস্ট হাসিনার দেশ ত্যাগের সময় বাংলাদেশে ছিলেন না। জি১০ প্রিমিয়ার লিগে বাংলা টাইগার্স দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। যে টুর্নামেন্ট জুলাইয়ের ২৬ থেকে শুরু হয়ে অগাস্টের ৯ পর্যন্ত চলেছিল। তার-ও আগে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সাকিব মেজর লিগ ক্রিকেটে অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন।
আরও পড়ুন: BCCI ছাড়ছেন জয় শাহ, বোর্ডে ফেরার রাস্তা বন্ধ সৌরভের! বড় খবরে ঝড় উঠল আচমকাই
ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে যে ওপেন ফায়ার চলছিল, তাতে প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছিল বন্দুকধারীদের ওপর। ঢাকার আবাদর এলাকায় রিং রোডে রুবেল অন্যান্য ছাত্রদের সঙ্গে প্রতিবাদে সামিল হয়েছিলেন।
এফআইআর-এর প্রতিবেদনে বলা হয়েছে, রুবেল গুলিতে আহত হওয়ার ঠিক দুই দিন পর হাসপাতালে প্রাণ হারান। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও বেশ কিছু পরিবর্তন এসেছে। নাজমুল হাসান পাপন, জালাল ইউনুসরা পদত্যাগ করেছেন। বিসিবির নতুন প্রেসিডেন্ট হয়েছেন প্রাক্তন ক্রিকেটার ফারুখ আহমেদ।