মঙ্গলবার রাতে দোহায় কাতারের বিরুদ্ধে ভারত যে ফুটবলটা উপহার দিল, তা দেখে মোহিত আট থেকে আশি। ইগর স্টিম্য়াচের শিষ্য়দের ভূয়সী প্রশংসা প্রাক্তন থেকে বর্তমানদের মুখে। টিম ইন্ডিয়ার ক্য়াপ্টেন সুনীল ছেত্রী এদিন ধুম জ্বরের জন্য় মাঠেই নামতে পারলেন না। অথচ দলের গোলমেশিনকে ছাড়াই ভারত ২০২২ বিশ্বকাপ কোয়ালিফায়ারের দ্বিতীয় ম্য়াচে গোলশূন্য় ড্র করল কাতারের বিরুদ্ধে।
????️ @GurpreetGK: "In football ⚽️, ‘anything is possible ????????"
Read more ???????? https://t.co/m90fGYhQf4#BackTheBlue ???? #IndianFootball ???????? #QATIND ⚔️ pic.twitter.com/5jk1AV1ARP
— Indian Football Team (@IndianFootball) September 10, 2019
দোহার জাসিম বিন হামাদ স্টেডিয়ামে তে-কাঠির নিচে আরও একবার আগুন ঝলসালেন দেশের স্টার গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। তাঁর হাতেই আটকে গেল এএফসি এশিয়ান কাপ জয়ী কাতার। সান্ধু ম্য়াচের পর বললেন, কাতারের বিরুদ্ধে দলের এই পারফরম্য়ান্সে তিনি গর্বিত। তাঁর মতে এই পারফরম্য়ান্স 'টিম এফোর্ট' ছাড়া সম্ভব নয়। পাঞ্জাবের বছর সাতাশের ছ ফুট ছ ইঞ্চির গোলকিপার জানালেন, "আমরা দু'টো ম্য়াচই ভাল খেলেছি। প্রতিপক্ষ অত্য়ন্ত শক্তিশালী ছিল। প্রত্য়েকে নিজের হৃদয় দিয়ে খেলেছে। সেরাটা উজার করে দিয়েছে তারা। ড্রেসিংরুমে ফিরে এসে একটা আলাদা তৃপ্তি পেলাম। দলগত প্রয়াসেই একটা পয়েন্ট তুলে আনলাম। এখন আমরা আরও আত্মবিশ্বাসী। ফুটবলে সব কিছু সম্ভব। "
????”We had incredible support away from home and that helped us throughout the game”????????♂️????
Here’s what @GurpreetGK had to say after tonight’s historic performance????????????????
????#BackTheBlue????#QATIND ⚔ #WCQ ???????? #BlueTigers ???? #IndianFootball ⚽ pic.twitter.com/Nhpynb4rPl
— Indian Football Team (@IndianFootball) September 10, 2019
MASSIVE SHOUTOUT???? to all the fans at the stadium???? and to the ones that supported us from back at home????????♂️????????
????#BackTheBlue????#QATIND ⚔ #WCQ ???????? #BlueTigers ???? #IndianFootball ⚽ pic.twitter.com/fhOT622KNG— Indian Football Team (@IndianFootball) September 10, 2019
গত বৃহস্পতিবার ২০২২ বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্রথম ম্য়াচেই হারতে হয়েছে ভারতকে। শেষ মুহূর্তের গোলে ওমান ২-১ ম্য়াচ জিতে নিয়েছিল। কিন্তু ভারতের সমর্থকরা সুনীলদের পাশেই রয়েছেন। দোহাতেও গুরপ্রীতদের জন্য় গলা ফাটিয়েছেন ফ্য়ানেরা। গুরপ্রীত সমর্থকদের ধন্য়বাদ জানিয়ে বললেন, "মনেই হচ্ছিল না, দেশের বাইরে খেলছি। অসাধারণ সমর্থন পেয়েছি। আমাদের প্রতি মুহূর্তে ওনারা চিয়ার করেছেন।" আগামী ১৫ অক্টোবর ভারত কোয়ালিফায়ারের তৃতীয় ম্য়াচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।