/indian-express-bangla/media/media_files/2025/02/11/GDmFxmXF8vfCCryqvXS4.jpg)
Jasprit Bumrah: বুমরার শীঘ্রই সুস্থ হয়ে যাওয়ার আশা রয়েছে। (ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস)
Jasprit Bumrah’s absence from Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরার অনুপস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা পেসার স্টিভ হারমিনসন। তিনি জানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরাহর অনুপস্থিতি বিশ্বকাপ ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনান্ডোর না থাকার মতই ব্যাপার। চোটের জন্য জসপ্রীত বুমরা আগামী মাসের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তার প্রেক্ষিতেই এমন মন্তব্য করেছেন হারমিনসন।
গত মাসেই ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্টে জানিয়েছে, ভারতের তারকা বোলারের পিঠে এখনও ফোলাভাব আছে। আর, সেই কারণেই আগামী মাসের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব মিস করতে পারেন বুমরা। এই প্রসঙ্গে হারমিনসন টকস্পোর্ট ক্রিকেটে বলেছেন, 'ও হল জসপ্রীত বুমরা। ওঁর কোনও বিকল্প হয় না। সেই কারণে যদি ও ফাইনালে ভারত ওঠার পরও সুস্থ হয়, তবুও খেলতে নিয়ে যাওয়া উচিত। কারণ, ও বিশ্বসেরা বোলার। বুমরার চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপে না খেলার মতই ব্যাপার। রোনাল্ডোর যেমন বিকল্প হয় না, তেমনই বুমরারও হয় না।'
এতেই না থেমে হারমিনসন বলেছেন, 'বুমরাকে অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা উচিত। দরকারে ওঁকে চেয়ারে বসিয়ে নিয়ে যাবেন। এটা ১৪ সদস্যের স্কোয়াড। গ্রুপের ম্যাচগুলো ও না খেললে কোনও অসুবিধা নেই। হয়তো দেখা গেল যে ও সেমিফাইনালে সুস্থ হয়ে গেল। অথবা ফাইনালের সময় পুরোপুরি সুস্থ হয়ে গেল। সেটাই বিরাট প্রাপ্তি। যদি চোট লাগে, সেজন্য গ্রুপপর্বে খেলার দরকার নেই।'
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বের সেরা আটটি দল খেলবে। ১৯ ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্ট শুরু হবে। বাকিদের খেলা করাচি, রাওয়ালপিন্ডি, লাহোরে হলেও ভারতের সব ম্যাচই হবে দুবাইয়ে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের শেষ গ্রুপ ম্যাচ হবে ২ মার্চ। তার আগে, ভারত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ এবং ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বে খেলবে। সেমিফাইনাল হবে ৪ এবং ৫ মার্চ। আর, ফাইনাল হবে ৯ মার্চ।
আরও পড়ুন- লজ্জার বিপিএলে ট্রফি নিয়েও চিটিংবাজি! চিটাগং কিংসের হাতে কী ধরাল উদ্যোক্তারা?
অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বুমরাহ ৩২ উইকেট নিয়ে সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। চোটের জন্য অবশ্য সিডনিতে সিরিজের শেষ দিনে তিনি খেলতে পারেননি। অস্ট্রেলিয়া এবছর সিরিজ এবং বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছে। বুমরার পিঠের সমস্যা অবশ্য নতুন না। অস্ত্রোপচারের পর তিনি এর আগে প্রায় ১১ মাস ক্রিকেট খেলতে পারেননি। যার ফলে, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত মাঠের বাইরেই থাকতে হয়েছিল বিশ্বসেরা পেসারকে।