Advertisment

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং: দুয়ে উঠে এলেন স্মিথ, একেই কোহলি ও ভারত

নিউজিল্য়ান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে সরিয়ে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দু'নম্বরে উঠে এলেন স্টিভ স্মিথ। উইলিয়ামসনের সঙ্গে মাত্র ৯ পয়েন্টের ফারাক তাঁর। টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্য়াটসম্য়ানদের মগডালেই রয়েছেন বিরাট কোহলি।

author-image
IE Bangla Web Desk
New Update
ICC Rankings: Steve Smith climbs up to second, Virat Kohli retains top spot

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং: দুয়ে উঠে এলেন স্মিথ, একেই কোহলি ও ভারত

নিউজিল্য়ান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে সরিয়ে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দু'নম্বরে উঠে এলেন স্টিভ স্মিথ। উইলিয়ামসনের সঙ্গে মাত্র ৯ পয়েন্টের ফারাক তাঁর। টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্য়াটসম্য়ানদের মগডালেই রয়েছেন বিরাট কোহলি। সোমবার ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটের র‌্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে আইসিসি।

Advertisment

চলতি অ্য়াশেজ টেস্টে ১-০ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এজবাস্টন টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকানো স্মিথ লর্ডসে দ্বিতীয় টেস্টেও ৯২ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন। ৯১৩ পয়েন্ট এসেছে তাঁর সংগ্রহে। প্রথম ১০ ব্য়াটসম্য়ানদের মধ্য়ে ভারতের কোহলি ছাড়াও রয়েছেন চেতেশ্বর পূজারা।

আরও পড়ুন: এর আগে কী ছিল র‌্যাঙ্কিং

বোলারদের তালিকায় অস্ট্রেলিয়ার প্য়াট কামিন্স রয়েছেন একে। অন্য়দিকে ভারতের রবীন্দ্র জাদেজা ছয় থেকে পাঁচে এসেছেন তিনি। জাড্ডুর স্পিনিং পার্টনার রবিচন্দ্রন অশ্বিন রয়ে গিয়েছেন দশে। অলরাউন্ডারদের তালিকায় তিনে আছেন তিনি। এই তালিকায় একে আছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ও দুয়ে বাংলাদেশের শাকিব আল হাসান।
দলগত র‌্যাঙ্কিংয়ে একে আছে ভারত (১১৩ পয়েন্ট), নিউজিল্য়ান্ড (১১১ পয়েন্ট) ও দক্ষিণ আফ্রিকা (১০৮ পয়েন্ট)
Steve Smith ICC Ranking
Advertisment