/indian-express-bangla/media/media_files/2024/12/16/rFNB3m9mshmn6g060FBM.jpg)
Jasprit Bumrah on Mohammed Siraj: সতীর্থ সিরাজের পাশেই দাঁড়াচ্ছেন জসপ্রীত বুমরা (বিসিসিআই)
Jasprit Bumrah on Mohammed Siraj injury during Brisbane Test: ব্রিসবেন টেস্টে পায়ের পেশিতে খিঁচ নিয়েই বোলিং করছেন। এমনই আপডেট দিলেন এবার জসপ্রীত বুমরা। গাব্বায় ভারতীয় বোলারদের তুলোধোনা করে ট্র্যাভিস হেড এবং স্টিভ স্মিথ জুটি দলকে ৪৫৬ পর্যন্ত পৌঁছে দিয়েছেন।
জসপ্রীত বুমরা বাদে কোনও ভারতীয় পেসারই দাগ কাটতে পারেনি। বুমরা একাই নিয়েছেন ১০ উইকেট। গোটা দ্বিতীয় দিন টানা বোলিং করেও উইকেট তুলতে ব্যর্থ হয়েছিলেন সিরাজ এবং আকাশ দীপ। তৃতীয় দিন যদিও দুজনে তিন উইকেট ভাগাভাগি করে নিয়েছেন।
২৩.২ ওভার বল করে সিরাজ দুই উইকেট শিকার করার পর বুমরা সতীর্থের প্রশংসায় সরব হয়েছেন। নিজের চোট উপেক্ষা করেও যেভাবে বোলিং করে গিয়েছেন সিরাজ, তা খুলে ধরেছেন বর্তমান বিশ্বের একনম্বর বোলার। রবিবার দ্বিতীয় দিন হ্যামস্ট্রিংয়ে খিঁচ ধরে সিরাজের।
ওভার সমাপ্ত না করেই মাঠ ছাড়তে হয়ে তাঁকে। তাঁর ওভারের কোটা পূরণ করেন আকাশ দীপ। তারপর দীর্ঘ সময় তিনি মাঠে ছিলেন না। তাঁর চোট নিয়ে জল্পনাও শুরু হয়েছিল। তৃতীয় দিনের শেষে বুমরা বলে দিয়েছেন, "ওঁর সঙ্গে আমার কথা হয়েছে। তবে এই নিয়ে আলোচনা হয়েছে এখানে এসে। আমরা যখন পারথে ছিলাম বা ব্রিসবেনে এলাম, ওঁকে বেশ চাঙ্গা মনে হয়েছে।"
আরও পড়ুন: সংঘাত চরমে রোহিত গম্ভীরের! টিম ইন্ডিয়ার বিভাজন নিয়ে বিরাট আপডেট পাকিস্তান থেকে
"ও ভালোই বোলিং করেছে। বেশ কয়েকটা উইকেটও নিয়েছে। এই ম্যাচে ওঁকে কৃতিত্ব দিতেই হবে। কারণ খিঁচ লাগার পরেও ও বোলিং চালিয়ে গিয়েছে। ও জানত কোনও কারণে ও মাঠ ছাড়লে ভারত ব্যাপক চাপে পড়ে যাবে। ওঁর চরিত্রে এই দিকগুলো রয়েছে। ওঁর এই লড়াকু মানসিকতা দল পছন্দ করে।"
তিন বছর আগে এই গাব্বাতেই ভারত সেরার সেরা জয় পেয়েছিল বোলিংয়ে সিরাজের নেতৃত্বে। সোমবার সিরাজের শিকার হয়েছেন প্যাট কামিন্স এবং নাথান লিয়ন।
"ওঁর এই লড়াকু বিষয় বরাবর আমার পছন্দের। দলের জন্য সবসময় ঝাঁপাতে এবং নিজের একশো শতাংশ দিতে প্রস্তুত থাকে। সেই বিষয় দেখতে গেলে এটা ভীষণই পজিটিভ বিষয়। পুরোপুরি একশো শতাংশ ফিট না থাকলেও চোট নিয়ে ও বল করে যেতে পারে। এই চরিত্র অসাধারণ।" বলেছেন বুমরা।