ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ শেষ। এবার দক্ষিণ আফ্রিকার সামনে অস্ট্রেলীয় চ্যালেঞ্জ। অন্যবারের মতো এবার অবশ্য কোনও টেস্ট সিরিজ থাকছে না। সীমিত ওভারের ক্রিকেটেই খেলবে দু-দল। তবে টেস্ট সিরিজের উত্তেজনা অবশ্য কোনও অংশেই কম থাকছে না।
স্যান্ডপেপার গেট কেলেঙ্কারির পরে স্মিথ ফের একবার দক্ষিণ আফ্রিকায় এসেছেন। সেই স্মিথকেই এবার কড়া বাউন্সারে স্বাগত জানালেন ১৬ বছরের স্থানীয় নেট পেসার। অস্ট্রেলিয়া অনুশীলনের সময়েই এই কাণ্ড সাড়া ফেলে দিয়েছে।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে প্রথম টি২০ ম্যাচ শুরুর আগেই দু-দলই কঠোর অনুশীলনে মগ্ন ছিলেন। অস্ট্রেলিয়ার অনুশীলনেই এমন কাণ্ড ঘটল, যা নিয়ে ক্রিকেট বিশ্বে জোর আলোচনা শুরু হয়েছে।
প্রাক্তন অজি অধিনায়ক অনুশীলনে নিজের স্কিল ধারালো করে নেওয়ার চেষ্টায় ব্যস্ত ছিলেন। সেই সময়েই কিংগ এডওয়ার্ড স্কুলের ১৬ বছরের এক স্কুল ছাত্র কড়া বাউন্সার দিলেন স্মিথকে। স্রেফ গতিতেই পরাস্ত হলেন তারকা ব্যাটসম্যান। সেই ভিডিও সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল।
জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার অনুশীলনে আমন্ত্রণ জানানো হয়েছিল একঝাঁক বিদ্যালয় ছাত্রকে। তারাই স্মিথকে বোলিং করছিলেন। এর মধ্যে একটি বাউন্সারই আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরে জানা গিয়েছে, স্মিথও চকিত বাউন্সারে অবাক হয়ে গিয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকায় ক্রিকেটার তুলে আনার বিষয়ে খ্যাতি রয়েছে কিংগ এডওয়ার্ড স্কুলের। একাধিক তারকা ক্রিকেটারের উঠে আসা জোহানেসবার্গের এই স্কুল থেকে। কুইন্টন ডিকক থেকে প্রাক্তন প্রোটিয়াজ নেতা গ্রেম স্মিথ প্রত্যেকেই এই স্কুলে পড়তেন। স্মিথ-ডিককদের পরবর্তী প্রজন্মও যে ক্রিকেটে তারকা হওয়ার পথে, তা বোঝা গিয়েছে এই কাণ্ডেই।