/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/sw-1.jpg)
এই দলের থেকেই বাকিদের সতর্ক করলেন ওয়া, জানালেন তাঁর ফেভারিটের নাম (ছবি-টুইটার)
শেষবার ও মোট পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন তারা। বাইশ গজে অস্ট্রেলিয়া নিজেই একটা ব্র্যান্ড। সম্প্রতি তাদের পারফরম্যান্স হয়তো তাদের গর্বের ইতিহাসের সঙ্গে খাপ খায় না। কোথাও যেন সেই ঝাঁঝটা হারিয়ে গিয়েছে অজিদের। কিন্তু একটা কথা প্রায় সকলেই জানে যে, বিশ্বকাপের আসরে হলুদ জার্সিধারীরা একটা অন্য় গ্রহের ক্রিকেট খেলে।
এবারও ইংল্যান্ডের মাটিতে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার অজিরা। অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো স্টিভ ওয়া বলছেন তাঁর চোখে অজিরাই ফেভারিট। ক্যাঙারুর দেশের কিংবদন্তি জানিয়েছেন যে, ডেভিড ওয়ার্নার আর স্টিভ স্মিথই সব হিসেব বদলে দিতে চলেছেন।
আরও পড়ুন: ICC Cricket World Cup 2019: শচীন নাকি অস্ট্রেলিয়া দলে! কোচ ল্যাঙ্গার খোলসা করলেন বিশ্বকাপের আগেই
আইসিসি-র ওয়েবসাইটে ওয়ার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে ওয়া বললেন, "প্রত্যেক দলই জানে অস্ট্রেলিয়ার কী সম্ভাবনা রয়েছে। সকলেই তাদেরকে নিয়ে সতর্ক থাকবে। শেষ একটা বছর অস্ট্রেলিয়ান ক্রিকেট একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু সেসব এখন অতীত। স্মিথ আর ওয়ার্নার আমাদের সেরা প্লেয়ার। ওদের নিয়েই দল করা হয়েছে। ওরা বিপক্ষের কাছে ত্রাসের মতো। অস্ট্রেলিয়া সম্ভবত এই টুর্নামেন্টে ফেভারিট নয়, কিন্তু অনেক দূর যাবে "ওয়ার মতে ইংল্যান্ডই এবার ফেভারিট। তার কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে, শেষ কয়েক বছরে তারা ঘরের মাঠে খেলছে। এটা চাপের। ওয়া বলছেন ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিসও দুর্দান্ত। ইংল্য়ান্ডের পর ওয়ার মতে অস্ট্রেলিয়া আর ভারতই কাপ জয়ের দাবিদার।