যুক্তরাষ্ট্র ওপেনে ইতিহাস গড়লেন সুমিত নাগাল। ২০১৩ সালের পর প্রথম ভারতীয় হিসাবে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন। নাগাল যুক্তরাষ্ট্র ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন স্থানীয় ব্রাডলে ক্লানকে হারিয়ে। ভারতীয় তারকার পক্ষে ম্যাচের ফলাফল ৬-১, ৬-৩, ৩-৬, ৬-১। শেষ সাত বছরে সুমিত নাগালই প্রথম ভারতীয় যিনি গ্র্যান্ড স্লামের মূল পর্বের সিঙ্গলসে জয়লাভ করলেন।
ফার্স্ট সার্ভে নাগালের জেতার শতকরা হার ৮০ শতাংশ। অন্যদিকে, মার্কিন তারকা ১৫টি আনফোর্সড এরর করেন। প্রথম সেটের পর দ্বিতীয় সেটেও নাগাল নিজের আধিপত্য ধরে রাখেন। ৬-৩ এ জিতে নেন দ্বিতীয় সেট।
আরও পড়ুন রায়নাকে আর দেখা যাবে না সিএসকের জার্সিতে, বড় সিদ্ধান্তের পথে চেন্নাই
তবে তৃতীয় সেটে ফিরে আসেন ব্রাডলে ক্লান। নিজের উপর নিয়ন্ত্রণ এনে কান তৃতীয় সেট দখল করেন ৬-৩ ব্যবধানে। এরপর চতুর্থ সেটে আর ফিরে তাকাতে হয়নি সুমিতকে। চতুর্থ সেটের শুরুতেই একটি ব্রেক পয়েন্ট ছিনিয়ে নেন। তারপর ৬-১ এ জিতে বাজিমাত করেন তিনি। যুক্তরাষ্ট্র ওপেনের ফ্লাশিং মেডোয় ২ ঘন্টা ১২ মিনিটের লড়াইয়ে ইতিহাস গড়েন ২৩ বছরের তারকা।
যুক্তরাষ্ট্র ওপেনেই নাগাল এর আগে কিংবদন্তি রজার ফেদেরারের থেকে একটি সেট ছিনিয়ে নজর কেড়েছিলেন গত বছর। সেই ভেনুতেই এবার ব্রাডলে ক্লানকে হারিয়ে নয়া নজির তাঁর। দেশের এক নম্বর তারকা জানান, "এখন আমি অনেকটাই রিল্যাক্সড। তবে কোর্টে যখন ছিলাম বেশ টেন্সড ছিলাম।"
দ্বিতীয় রাউন্ডে নাগালের প্রতিপক্ষ ডমিনিক থিয়েম যিনি প্রথম রাউন্ডে হারালেন স্পেনের জাউমে মুয়ারকে।
Read the ful article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন