/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/IMG_20200904_102601_copy_759x422.jpg)
যুক্তরাষ্ট্র ওপেনে সুমিত নাগালের স্বপ্নের দৌঁড় থেমে গেল দ্বিতীয় রাউন্ডেই। বিশ্বের তিন নম্বর ডমিনিক থিয়েমের কাছে স্ট্রেট সেটে ৩-৬, ৩-৬, ২-৬ এ পরাস্ত হলেন তিনি।
২৭ তম জন্মদিন ছিল থিয়েমের। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই থিয়েম জন্মদিন পালন করলেন ভারতীয় তারকাকে হারিয়ে। চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালিস্ট থিয়েম জানালেন, নাগালের বিরুদ্ধে খেলতে নামার আগে ভিডিও দেখেন ভারতীয় তারকার। সেখানেই নাগালের ফোরহ্যান্ড খেলার দক্ষতা সম্পর্কে জানতে পারেন। ম্যাচে থিয়েমের স্ট্রাটেজিই ছিল যত কম সম্ভব ফোরহ্যান্ড খেলতে দেওয়া। এই ছকেই বাজিমাত।
আরও পড়ুন: করোনা টেস্ট করলেন না মেসি, বার্সেলোনার বিরুদ্ধে আইনি যুদ্ধের প্ৰস্তুতি রাজপুত্রের
২০১৩ সালের পর প্রথম ভারতীয় হিসাবে যুক্তরাষ্ট্র ওপেনের মূল রাউন্ডের প্রথম ম্যাচে জয় পেয়েছিলেন ২৩ বছরের সুমিত নাগাল। তবে দ্বিতীয় রাউন্ডেই নাগাল এমন একজনের মুখোমুখি হয়েছিলেন যিনি দুবার ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন।
Qualifies into the main draw last year. Makes it to Round 2 this year.
Sumit Nagal always leaves it all on the court.@NagalSumit I #USOpenpic.twitter.com/uyk054v3zl
— US Open Tennis (@usopen) September 3, 2020
এদিন খেলার শুরুটা মন্থর হয়েছিল। শুরুতেই নাগালকে থিয়েম দেখিয়ে দেন, বস কে! তবে প্রাথমিক জড়তা কাটিয়ে প্রথম সেটের পাঁচ নম্বর গেমেই পাঁচটা সুযোগ তৈরি করে চাপে রাখেন অস্ট্রিয়ান তারকাকে।
Thank you 2020 US Open. Lots to learn. Going to keep working hard!
Thanks for all the support everyone ????#USOpenpic.twitter.com/3AKOBrMlJE
— Sumit Nagal (@nagalsumit) September 3, 2020
এরপর থিয়েম আনফোর্সড এরর করলে পাঁচ নম্বর ব্রেক পয়েন্ট আদায় করে নেন নাগাল।তারপরেই প্রথম সেটে ৩-৩ সমতা ফিরিয়ে আনেন তিনি। চূড়ান্ত দক্ষতার সঙ্গে এনার্জি মিশিয়ে সেই দুই গেমে নাস্তানাবুদ করছিলেন বিশ্বের সেরা তারকাদের একজনকে। তবে এরপরেই ম্যাচ ধরে নেন থিয়েম। বাকি ম্যাচ দাপটে খেলে স্ট্রেট সেটে হারান ভারতীয় তারকাকে।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন