স্বপ্নের মরসুমের মধ্য়ে দিয়ে যাচ্ছেন সুমিত নাগাল। রবিবার ক্লে কোর্টে বুয়েনস আইরেস এটিপি চ্যালেঞ্জার জিতলেন হরিয়ানার বছর বাইশের ছেলে। এই মরসুমে নাগালই প্রথম কোনও ভারতীয় হিসাবে এটিপি চ্য়ালেঞ্জার জিতলেন। প্রথম এশিয়ান খেলোয়াড় হিসাবে এই খেতাব জিতলেন তিনি।
দেখতে গেলে নাগালের কেরিয়ারে এটি দ্বিতীয় এটিপি চ্য়ালেঞ্জর ইভেন্ট। দু'বছর আগে বেঙ্গালুরু চ্য়ালেঞ্জার ইভেন্ট ছিল তাঁর প্রথম এটিপি চ্য়ালেঞ্জার ইভেন্ট। সেখানে বিজয়ী হন তিনি।
আরও পড়ুন: কোহলি পাশে না থাকলে কী যে হতো আমার! বলছেন সুমিত নাগাল
নাগাল 'জায়ান্ট কিলার' হয়ে উঠছেন ধীরে ধীরে। এভাবেই সুনাম অর্জন করছেন তিনি। রবিবাসরীয় ফাইনালে নাগাল বিশ্বের ১৬৬ নম্বর ফাকুনডো বাগনিসকে হারিয়েছেন। আর্জেন্তাইনের বিরুদ্ধে নাগালের ফল ৬-৪, ৬-২। সেমিফাইনালে নাগাল হারিয়েছিলেন বিশ্বের ১০৮ নম্বর থিয়াগো মনটেইরোকে। ব্রাজিলিয়ানকে নাগাল হারাল ৬-০. ৬-১ ব্য়বধানে।
নাগাল এখন কেরিয়ারের সর্বোচ্চ র্যাঙ্কিং (১৫৯) স্পর্শ করলেন। প্রতিটি টুর্নামেন্টের পরেই নাগাল বিশ্বের প্রথম ১০০ জনের মধ্য়ে আসার পথে এগিয়ে যাচ্ছেন। মনে করা হচ্ছে আগামী সোমবারের মধ্য়ে নাগাল ১৩৫-এর মধ্য়ে চলে আসবেন।
চলতি বছর শুরুতেই গ্র্যান্ড স্ল্য়াম অভিষেক করেন নাগাল। টেনিসের কিংবদন্তি রজার ফেডেরারের সঙ্গে যুক্তরাষ্ট্র ওপেনের প্রথম সেটেই দেখা হয়েছিল তাঁর।ফেডেরার ৬-৪, ১-৬, ২-৬, ৪-৬ সেটে জিতেছিলেন ঠিকই। কিন্তু প্রথম সেটে তাঁকে হারানোর জন্য় নাগালের প্রশংসা করেছিলেন সুইস রাজপুত্র। তিনি বলেছিলেন,” প্রথম সেটটা আমার জন্য় কঠিন ছিল। খুব শক্তিশালী টেনিস খেলেছে ও। অবশ্য়ই ওর কৃতিত্ব প্রাপ্য়।”