Sunil Chhetri Record: ২০২৪-২৫ আইএসএল (ISL 2024-25) মরশুমের ফাইনালে পৌঁছে গেল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। তবে জয়ের এই আনন্দ দ্বিগুণ করলেন বেঙ্গালুরুর তারকা ফুটবলার সুনীল ছেত্রী (Sunil Chhetri)। রবিবাসরীয় ম্যাচে তিনি গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে কায়েম করলেন এক অনন্য রেকর্ড। ইন্ডিয়ান সুপার লিগের এক মরশুমে তিনি মোট ১৪ গোল করলেন। এটাই তাঁর ব্যক্তিগত সেরা রেকর্ড।
এই টুর্নামেন্টের প্রথম লেগের সেমিফাইনাল ম্যাচে গোয়ার বিরুদ্ধে বেঙ্গালুরু জোড়া গোলের লিড নিয়েই ছিল। তবে দ্বিতীয় লেগে বোরহা হেরেরা এবং আর্মান্দো সাদিকু একটি করে গোল করেন এবং ২-২ ব্যবধানে সমতা ফিরে আসে। এই পরিস্থিতিতে সেমিফাইনালের ভাগ্য নির্ধারণ করলেন সুনীল ছেত্রী।
দুরন্ত হেড সুনীলের
দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে তিনি একটি নজরকাড়া হেড করেন। আর সেইসঙ্গে চলতি আইএসএল টুর্নামেন্টের ফাইনালেও বেঙ্গালুরু এফসি-র টিকিট কনফার্ম হয়ে যায়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এফসি গোয়ার বিরুদ্ধে এই নিয়ে বেঙ্গালুরু এফসি-র হয়ে পঞ্চম গোলটি দাগলেন সুনীল ছেত্রী। আর সেইসঙ্গে চলতি মরশুমে বেঙ্গালুরু ফুটবলারদের মধ্যে সর্বাধিক গোলদাতার তকমাও তিনি অর্জন করেন।
Sunil Chhetri: বুড়ো হাড়ে ফের ভেলকি, সুনীল ম্য়াজিকে আবারও মোহিত গোটা দেশ
কাদের বিরুদ্ধে খেলবে ফাইনাল?
সোমবার (৭ এপ্রিল) দ্বিতীয় লেগের সেমিফাইনাল ম্যাচে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে মোহনহবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচটি কলকাতার যুবভারতী স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই ম্যাচে যে দল জয়লাভ করবে, আগামী ১২ এপ্রিল আইএসএল ফাইনালে তাদের বিরুদ্ধেই খেলতে হবে বেঙ্গালুরুকে।